১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, জুন ১৯, ২০১৯
স্পোর্টস ডেস্কঃঃ ভারতের বিপক্ষে ম্যাচের আগে সিসা লাউঞ্জে লেট নাইট পার্টি করে সমালোচিত পাকিস্তান ক্রিকেটাররা। সেই রেশ না কাটতেই তুলকালাম পাকিয়ে ফেলল আফগানিস্তান। এবার রেস্টুরেন্টে মারামারি করে আলোচনায় আফগান ক্রিকেটাররা।
মঙ্গলবার (১৮জুন) ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ড ম্যাচের আগের রাতে সেখানকারই এক রেস্টুরেন্টে খেতে যান তারা। খাওয়া-দাওয়া শেষে ওই রেস্টুরেন্টের কর্মীর সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েন যুদ্ধবিধ্বস্ত দেশটির ক্রিকেটাররা।
খাওয়া-দাওয়া শেষে আনুমানিক রাত সোয়া ১১টার দিকে রেস্টুরেন্ট থেকে বের হন আফগান ক্রিকেটাররা। এ সময় আকবরস নামের রেস্টুরেন্টটির এক কর্মী তাদের পথরোধ করেন।
প্রশ্ন ছুড়ে দেন, আগামীকাল খেলা অথচ এখন এখানে কি করছেন আপনারা? পরক্ষণেই সবার ভিডিও করতে উদ্যত হন তিনি। এতেই ক্ষ্যান্ত হননি। সোশ্যাল মিডিয়ায় তা পোস্ট করার হুমকিও দেন।
এ কথা শোনার পরই উত্তেজিত হয়ে পড়েন আফগান ক্রিকেটাররা। ফলে হাতাহাতির মতো পরিস্থিতি তৈরি হয়। এক ক্রিকেটার ওই কর্মীর ওপর চড়াও হন এবং মারতে এগিয়ে যান। সতীর্থদের হস্তক্ষেপে শেষ পর্যন্ত তিনি বিরত থাকেন। অবশ্য সেই ক্রিকেটারের নাম প্রকাশ করেনি ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, সোমবার রাত সাড়ে ১১টায় ম্যানচেস্টারের লিভারপুল রোডে রেস্টুরেন্ট কর্মীর সঙ্গে আফগান ক্রিকেটারদের বচসার রিপোর্ট পাওয়া যায়। তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছাই আমরা। এতে কেউ হতাহত হননি। কাউকে গ্রেফতারও করা হয়নি। তদন্ত চলছে।
ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে পাত্তাই পায়নি আফগানিস্তান। আগে ব্যাট করে ৩৯৭ রানের পাহাড় গড়েন ইংলিশরা। জবাবে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৪৭ রান করতে সক্ষম হন আফগানরা। ফলে ১৫০ রানের বড় জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছেন স্বাগতিকরা।
সিদি/১৯জুন ১৯/জুনেদ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D