ইউএনওর উদ্যোগে ফার্মেসী ও দোকানে গোল বৃত্ত

প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২০

ইউএনওর উদ্যোগে ফার্মেসী ও দোকানে গোল বৃত্ত

কুলাউড়া প্রতিনিধি :: মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে মৌলভীবাজারের কুলাউড়া শহরের বিভিন্ন ফার্মেসি ও দোকানগুলোতে ক্রেতাদের ৩ ফুট দূরত্ব নিশ্চিতের লক্ষে গোল চিহ্ন একে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে বাজারের বিভিন্ন মুদি দোকান ও ফার্মেসীর সামনে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর উদ্যোগে ও ‘কুলাউড়া সমস্যা ও সম্ভাবনা’ ফেসবুক গ্রুপের সদস্যদের সহযোগিতায় গোল বৃত্ত আঁকা হয়।

এসময় কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর উপস্থিত ছিলেন।

ইউএনও ফরহাদ চৌধুরী জানান, দেশব্যাপী করোনা ভাইরাস সংক্রমিত না হয় এবং সামাজিক সচেতনতা সৃষ্টি লক্ষ্যে সরকারে ঘোষিত সামাজিক দূরত্ব বজায় রাখার স্বার্থে এ গোল বৃত্ত আকা হয়।

তিনি জানান, দোকানগুলোর বৃত্ত ব্যবহার করে যদি জিনিসপত্র ক্রেতা নেন তাহলে সামাজিক দূরত্ব বজায় থাকবে এবং করোনা ভাইরাস সংক্রমিত হবে না।

তাই তিনি ক্রেতাদের গোল বৃত্ত ব্যবহার করা অনুরোধ করেন।