ইউএনও’র হস্তক্ষেপে আবারও স্কুলে ফিরলো হরিজন সম্প্রদায়ের সেই ছাত্র

প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২০

ইউএনও’র হস্তক্ষেপে আবারও স্কুলে ফিরলো হরিজন সম্প্রদায়ের সেই ছাত্র

মৌলভীবাজার প্রতিনিধি:
কুলাউড়ায় ইউএনও’র হস্তক্ষেপে হরিজন সম্প্রদায়ের সেই ছাত্রটি আবারও স্কুলে ফিরে এলো। হরিজন সম্প্রদায়ের হওয়ায় মৌলভীবাজার জেলার কুলাউড়ায় এক স্কুল ছাত্রকে স্কুলে থেকে বিতাড়িত করার মতো নেক্কার ঘটনাটি ঘটে। বিষয়টি জানাজানি হলে কুলাউড়া উপজেলার ইউএনও’র হস্তক্ষেপে আবারো সেই শিশু ছাত্রটিকে স্কুলে ফিরিয়ে আনতে বাধ্য হলেন স্কুল কর্তৃপক্ষ।

কুলাউড়ার একটি বেসরকারি কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষক জানান, অন্য শিক্ষার্থীদের অভিভাবকদের তীব্র আপত্তির কারণে ছাত্রটিকে স্কুলে আসতে নিষেধ করা হয়েছিল। পরে আবার ওই শিক্ষার্থীকে ক্লাস করার অনুমতি দেয়া হয়। পরে প্রথম শ্রেণীর এই হরিজন শিক্ষার্থীটি ক্লাস করছে। ওই শিক্ষার্থীর বাবা অভিযোগ করেন, গত ১৩ জানুয়ারি তার ছেলেকে তিনি ওই স্কুলে ভর্তি করান। পরে সেদিন রাতে স্কুলের প্রধান শিক্ষক তাকে ফোন করে জানায় যে, তারা হরিজন সম্প্রদায়ের হওয়ায় তার ছেলেকে স্কুলে ক্লাস করতে দেয়া সম্ভব হবেনা। তাকে অন্য কোন স্কুলে ভর্তি করে দেয়া কথা বলেন। তিনি বলেন, আমাকে কর্তৃপক্ষ বলেন, অন্য বাচ্চাদের অভিভাবকরা নাকি আপত্তি করছেন। এতে শিক্ষার্থীটির বাবা এ অন্যায়ের প্রতিকার চেয়ে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকট একটি আবেদন করেন।

এ বিষয়ে কুলাউড়ার ইউএনও এ টি এম ফরহাদ চৌধুরীর বলেন, শিক্ষা প্রতিটি শিশুর মৌলিক অধিকার, এ অধিকার থেকে কাউকে বঞ্চিত করা আইনের পরিপন্থি। সে যেই সম্প্রদায়ের শিক্ষার্থী হোক না কেন। আমি লিখিত অভিযোগ পাওয়ার পর স্কুল কর্তৃপক্ষকে আমার অফিসে এনে ওই ছাত্রকে ক্লাসে ফিরিয়ে আনতে কঠোর নির্দেশনা দিয়েছি। আমি নিজে ওই স্কুলে গিয়ে আগামী মঙ্গলবার স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকদের নিয়ে এ বিষয়ে সচেতনতামূলক একটি সভা করার উদ্যোগ নিয়েছি। আশাকরি আমাদের সম্মিলিত প্রচেষ্ঠায় এধরণের সমস্যা অন্য কোন স্কুলে হবে না।