সিলেট ২৭শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০১৬
৩০ এপ্রিল শনিবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে পাহাড়ী ও উপজাতীয়দের লোকজ ঔষধের ইউনানী ঔষধের সমন্বিত ব্যবহার শীর্ষ প্রশিক্ষণ কর্মশালা প্রধান অতিথির বক্তব্যে সিলেটের অতিরুক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরী বলেছেন, ইউনানী চিকিৎসা সেবা দেশ এগিয়ে যাচ্ছে। চিকিৎসা সেবা হচ্ছে একটি মহৎ ও সমাজ সেবা মূলক পেশা। আমি বিশ্বাস করি ইউনানী চিকিৎসকরা চিকিৎসা সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
বাংলাদেশ ইউনানী ঔষধ শিল্প সমিতি’র সভাপতি ড. সাঈদ আহমেদ সিদ্দিকী’র সভাপতিত্বে ও রোটারিয়ান খায়রুল জাফর চৌধুরী এবং মিনহাজ উদ্দিন মুন্না’র যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্যে রাখেন ঔষধ তত্ত্ববধায়ক সিলেট জেলার সভাপতি সফিকুল ইসলাম, সরকারী তিব্বিয়া ইউনানী মেডিকেল কলেজ সিলেটের অধ্যক্ষ ডা. মোঃ মুহিবুর রহমান, শ্রীহট্র সাংস্কৃত কলেজ সিলেটের অধ্যক্ষ এডভোকেট ডা. দিলীপ কুমার দাশ চৌধুরী, বাংলাদেশ ইউনানী মেডিকেল এসোসিয়েশনের চেয়ারম্যান ড. হাকীম ইউছুফ হারুন ভুইয়া।
কর্মশালায় স্বাগত বক্তব্যে রাখেন বাংলাদেশ ইউনানী ঔষধ শিল্প সমিতি’র সাধারণ সম্পাদক হাজী মোঃ আবদুর রব। মূল প্রতিবেদন উপস্থাপন করেন বাংলাদেশ ইউনানী মেডিকেল এসোসিয়েশন’র মহাসচিব হাকীম মোঃ ফেরদৌস ওয়াহিদ। বিষয় ভিত্তিক আলোচনা অংশ গ্রহণ করেন বাংলাদেশ ইউনানী মেডিকেল এসোসিয়েশন সিলেট জেলা শাখার সভাপতি নুরুল হক, সাধারণ সম্পাদক হাকমী মোঃ মনোয়ার হোসন সোহেল, আঞ্চলিক সম্পাদক ফারুক হোসেন, হারবাল পিসিডিএসএম এ বাংলাদেশ এর সহ-সভাপতি নূর উন নবী। প্রশিক্ষক হিসাবে বক্তব্যে রাখেন হামদদ বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হাসিব শেখ এম ফার্ম, মোয়াজ্জেম হোসেন বাদল, বক্তব্য রাখেন সরকারী তিব্বিয়া ইউনানী মেডিকেল কলেজের প্রভাষক হাকীম মিফতাহুল হোসেন সুইট, প্রভাষক আলাউদ্দিন, হাকীম এমদাদ মিয়া, হাকীম তাজ আহমদ, হাকীম জালাল উদ্দিন বাদশা প্রমুখ।
পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা ক্বারী ইমদাদুল হক। গীতা পাঠ করেন সুরেন্দ্র কুমার।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by ওয়েব নেষ্ট বিডি