Social Bar
৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, নভেম্বর ২২, ২০২০
স্পোর্টস ডেস্ক
২০২০ সালের ‘গোল্ডেন বয়’ পুরস্কার জিতলেন জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের নরওয়েজিয়ান সেনসেশন আর্লিং ব্রট হরলান্ড।
ইউরোপিয়ান ক্লাব ফুটবলে খেলা অনূর্ধ্ব-২১ বছর বয়সী সেরা ফুটবলারকে প্রতি বছর এ পুরস্কার দিয়ে থাকে ইতালিয়ান দৈনিক টুট্টোস্পোর্ট। তাদের এবারের গোল্ডেন বয় নির্বাচিত হয়েছেন হরলান্ড। তিনি এখন নরওয়ে নয়, ইউরোপের সোনার ছেলে।
গতবার এ পুরস্কার জিতেছিলেন পর্তুগিজ তরুণ জোয়াও ফেলিক্স। এবার সেটি গেল বরুশিয়ার তরুণ ফরোয়ার্ডের হাতে। ২০১৯-২০ মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারস্বরূপ গোল্ডেন বয় নির্বাচিত হয়েছেন হরলান্ড।
এ পুরস্কার জেতার পথে তিনি পেছনে ফেলেছেন ক্লাব সতীর্থ জ্যাডন সানচো, বায়ার্ন মিউনিখের আলফনসো ডেভিস, ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাসন গ্রিনউড এবং বার্সেলোনার আনসু ফাতিকে।
গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৪টি গোল করেছেন হরলান্ড। এর মধ্যে ১৬টি তিনি করেছেন বরুশিয়ার জার্সি গায়ে। জার্মান ক্লাবটিতে যোগ দেয়ার আগে বাকি ২৮ গোল করেছেন অস্ট্রিয়ার চ্যাম্পিয়ন দল সালজবুর্গের হয়ে।
চলতি মৌসুমেও আগুনে ফর্মে আছেন ২০ বছর বয়সী হরলান্ড। এখন পর্যন্ত বুন্দেসলিগায় ছয় ম্যাচে ছয় গোল করে ফেলেছেন তিনি। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগে করেছেন আরও চারটি। সব মিলিয়ে এ মৌসুমে ১১ ম্যাচে ১১ গোল করেছেন তিনি।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D