সিলেট ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২০
স্পোর্টস ডেস্ক
বছরজুড়ে ক্লাব বার্সেলোনায় নিজের প্রতিভা ছড়ালেও নীল-সাদার জার্সিতে কেমন খেলেন মেসি, তা দেখার অপেক্ষায় ছিল ফুটবলবিশ্ব।
গত বছরের ১৯ নভেম্বর সবশেষ ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল।
প্রায় বছরখানেক পেরিয়ে গেলেও একসঙ্গে মাঠে নামা হয়নি লিওনেল মেসি, পাওলো দিবালাদের।
তাই শুক্রবারের কাতার ২০২২ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে জয় নিয়ে ফেরা এক রকম চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল আর্জেন্টাইন অধিনায়কের জন্য।
আর সেই চ্যালেঞ্জে পুরোপুরি সফল লিওনেল মেসি।
পেনাল্টি থেকে তারই জয়সূচক গোলে ইকুয়েডরকে হারিয়েছেন আলবিসেলেস্তেরা।
এমন জয়ে বেশ উচ্ছ্বসিত লিওনেল মেসি। যদিও ১-০ গোলে জয় পেতে বেশ বেগ পেতে হয়েছে স্কোলানির শিষ্যদের।
এই জয়ের পর সে কথাই জানিয়ে মেসি বলেন, ‘বাছাই পর্ব কতটা কঠিন হয় তা সবারই জানা। জয় দিয়ে শুরুটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আর আমরা আগেই জানতাম– ইকুয়েডরের বিপক্ষে জেতাটা খুবই কঠিন হবে। কারণ জাতীয় দলের হয়ে লম্বা সময় ধরে খেলার বাইরে ছিলাম আমরা। যে কারণে উদ্বেগটাও ছিল চরমে। আমরা এমন লড়াইয়ের কথা ভেবেই রেখেছিলাম। তবে শেষ কথা হলো– আমরা ম্যাচটা জিতেছি এবং আমাদের এখন নিজেদের খেলার উন্নতির জন্য কাজ করে যেতে হবে।’
ম্যাচশেষে মেসি আরও জানালেন, ‘পুরো বছরটা ছিল খুবই কঠিন এবং চ্যালেঞ্জিং। আমরা এখন যা দেখছি তা কেউ কখনও আশা করেনি। তবে জাতীয় দলের হয়ে আবার খেলতে পারা, ম্যাচ জেতার মাধ্যমে মানুষদের আনন্দ দিতে পারাটা আসলে খেলার স্বার্থেরও ঊর্ধ্বে; এটা চাপ কমিয়ে দেয়। আমি এই খেলার মাধ্যমে প্রত্যেক আর্জেন্টাইনকে সাহস ও শক্তি পাঠাতে চাই।’
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by ওয়েব নেষ্ট বিডি