১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২১
বিনোদন প্রতিবেদক :: সম্প্রতি আইলারে নয়া দামান আসমানেরও তেরা/ বিছানা বিছাইয়া দেও শাইল ধানের নেড়া/ দামান বও দামান…’। নেট দুনিয়া ভাইরাল এই গানটির পর এবার আরেকটি নতুন গান নিয়ে হাজির হলেন সিলেটের তসিবা বেগম।
‘আমি পালঙ্গও সাজাইলাম গো ফুলের মালা দিয়া; এগো খুশি মনে বইছে দামান রুমাল মুখে দিয়া…. ’
সংগৃহীত কথা ও সুরে ইত্যাদির এবারের পর্বে সাম্প্রতিক সময়ে দেশের সবচেয়ে আলোচিত কণ্ঠশিল্পী সিলেটের তসিবা মাতালেন ইত্যাদির মঞ্চ। (সিলেটের আঞ্চলিক ভাষায় রচিত বিয়েতে গাওয়া হয়ে থাকে এমন গান) গানটি নতুনভাবে গেয়ে প্রশংসায় ভাসছেন তিনি।
গানটির র্যাপ অংশ গেয়েছেন মাহমুদুল হাসান। গানটির সংগীতায়োজন করেছে তরুণ সংগীত পরিচালক নাভেদ পারভেজ। গানটির সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন ইত্যাদির নিয়মিত নৃত্য শিল্পীরা।
পূর্বঘোষিত সময় অনুযায়ী দেশের এই জনপ্রিয় অনুষ্ঠানটি হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় ইত্যাদির এই পর্বটি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হয় ৩০ জুলাই, শুক্রবার- রাত ৮টার বাংলা সংবাদের পর।
এদিকে ভক্তরা তসিবার এই নতুন গাওয়া গান শুনে প্রিয় শিল্পিকে প্রশংসায় ভাসাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রশংসা জানিয়ে অনেকে স্ট্যাটাস দিচ্ছেন আবার অনেকেই তার এই গানে ঠোঁট মেলাচ্ছেন।
তসিবা জানান, তার স্বপ্নের একটি অংশ ইত্যাদির মতো ম্যাগাজিন অনুষ্ঠানে গান গাওয়ার সুযোগ হওয়া। আগামীতে আরো ভালো কিছু ভক্তদের দিতে পারবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
উল্ল্যেখ্য, দর্শক বিহীন ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে ঢাকার উত্তরায় দিয়াবাড়িতে অবস্থিত মেট্রোরেল লাইন-৬ এর ডিপোতে।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D