সিলেট ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২০
স্পোর্টস ডেস্ক
১৩ বছর বয়স থেকেই ক্রিকেট খেলা শুরু করেন অনিল কুম্বলে। তখন খেলতেন স্থানীয় ইয়ং ক্রিকেটার্স ক্লাবে। ক্রিকেটের পাশাপাশি পড়াশোনাও চালিয়ে গেছেন তিনি। ১৯৯১-৯২ সালে কুম্বলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করেন। তার আগেই ১৯৯০ সালে জাতীয় দলে অভিষেক হয় তার।
ভারতের হয়ে ১৩২টি টেস্টে সাবেক এই লেগ স্পিনার শিকার করেন ৬১৯টি উইকেট। ব্যাট হাতে এক সেঞ্চুরি আর পাঁচটি ফিফটির সাহায্যে সংগ্রহ করেন ২৫০৬ রান। ওয়ানডে ক্রিকেটে জাতীয় দলের হয়ে ২৭১ ম্যাচে শিকার করেন ৩৩৭ উইকেট। আর ব্যাট হাতে সংগ্রহ করেন ৯৩৮ রান। ভারতের হয়ে সর্বোচ্চ এবং ক্রিকেট ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ ৯৫৬ উইকেট শিকার করেন কুম্বলে।
আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে কয়েক মৌসুম খেলার পর ২০১১ সালে সবধরনের ক্রিকেট থেকে অবসর নেন ভারতীয় এই সাবেক অধিনায়ক। ক্রিকেট থেকে অবসরে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পরে মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করেন তিনি। সবশেষ আইপিএলে কিংস ইলেভেন পঞ্জাবের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন ভারতীয় সাবেক এই তারকা ক্রিকেটার।
তার আগে ২০১৬ সালে অনিল কুম্বলে ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন। কিন্তু অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে বনিবনা না হওয়ায় এক বছরের মেয়াদ শেষ হওয়ার আগেই সমালোচনা এড়াতে সেই দায়িত্ব ছেড়ে দেন কুম্বলে।
ক্যারিয়ারের পাশাপাশি দাম্পত্য জীবনেও সফল কুম্বলে। ১৯৯৯ সালে প্রথম স্বামীকে ডিভোর্স দিয়ে বেঙ্গালুরুর একটি ট্রাভেলস এজেন্সিতে চাকরি নেন চেতনা রামলিঙ্গম। সেখানেই পরিচয় হয় অনিল কুম্বলের সঙ্গে। সেই পরিচয় থেকেই দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ডিভোর্স প্রক্রিয়া শেষ হওয়ার পর সেই বছরই কুম্বলেকে বিয়ে করেন চেতনা। তবে তার ৬ বছর বয়সী মেয়ে আরুণি থেকে যায় প্রথম স্বামীর কাছে।
পরে দীর্ঘ আইনি লড়াই শেষে মেয়ে আরুণিকে পান চেতনা-কুম্বলে দম্পতি। পরবর্তীতে কুম্বলে এবং চেতনার আরও দুটি সন্তান হয়। ছেলে মায়স এবং মেয়ে স্বস্তিসহ তিন সন্তানকে নিয়েই অনিল কুম্বলে-চেতনার সুখের সংসার।
চেতনার সঙ্গে বিয়ে ছাড়াও ১৯৯৯ সালটা কুম্বলের কাছে স্মরণীয়। ওই বছরই দিল্লির ফিরোজ শাহ কোটলায় পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে এক ইনিংসে ১০ উইকেট শিকার করে জিম লেকারের রেকর্ডে ভাগ বসান কুম্বলে।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by ওয়েব নেষ্ট বিডি