ইনিংস পরাজয়ের শঙ্কায় ওয়েস্ট ইন্ডিজ

প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২০

ইনিংস পরাজয়ের শঙ্কায় ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক ::
হ্যামিল্টন টেস্টে ইনিংস পরাজয়ের শঙ্কায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। স্বাগতিক নিউজিল্যান্ডের করা ৫১৯/৭ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ১৩৮ রানে অলআউট ক্যারিবীয়রা। ফলোঅন এড়াতে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৮৯ রানে ৬ উইকেট হারানো দলটি তৃতীয় দিন শেষ করেছে ১৯৬/৬ রানে। ফলোঅন এড়াতে হলো এখনও ১৮৫ রান করতে হবে উইন্ডিজকে।

নিউজিল্যান্ডের পাহাড়সম রানের জবাবে ব্যাটিংয়ে নেমে শুক্রবার দ্বিতীয় দিনের শেষ বিকালে কোনো উইকেট না হারিয়ে ৪৯ রান করে ক্যারিবীয়রা। শনিবার তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমেই টিম সাউদি, নিল ওয়াগনার ও কাইল জেমিসনের গতির মুখে পড়ে যায় উইন্ডিজ। আগের দিনের করা ৪৯/০ রানের সঙ্গে আর মাত্র ৬ রান যোগ করতেই ফেরেন জন ক্যাম্পবেল, সামারা ব্রুকস ও ক্রেগ ব্রাথওয়েট।

এরপর ২৪ রানের ব্যবধানে নেই ড্যারেন ব্রাভো ও রোস্টন চেজের উইকেট। ৭৯ রানে ৫ উইকেট হারানো ক্যারিবীয় দলটি আর খেলায় ফিরতে পারেনি। প্রথম ইনিংসে অলআউট হয় ১৩৮ রানে। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ চার উইকেট নেন টিম সাউদি, দুটি করে উইকেট নেন কাইল জেমিসন ও নিল ওয়াগনার।

৩৮১ রানে পিছিয়ে থেকে ফলোঅন এড়াতে নেতে দ্বিতীয় ইনিংসেও বিপর্যয়ে পড়ে যায় জেসন হোল্ডারের নেতৃত্বাধীন দলটি। টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, নিল ওয়াগনার ও জেমিসনের গতির সামনে দাঁড়াতেই পারেননি জন ক্যাম্পবেল, ড্যারেন ব্রাভো, সামারা ব্রুকস, ক্রেগ ব্রাথওয়েট, রোস্টন চেজ ও জেসন হোল্ডার। মাত্র ৮৯ রানের ব্যবধানে প্রথমসারির ছয় ব্যাটসম্যানের উইকেট হারায় উইন্ডিজ।

দলের ব্যাটিং বিপর্যয় এড়াতে নেমে সপ্তম উইকেটে অবিচ্ছিন্ন ১০৭ রানের জুটি গড়েন জার্মেইন ব্লাকউড ও আলজারি জোসেফ। তৃতীয় দিনের খেলা শেষে উইন্ডিজের সংগ্রহ ৬ উইকেটে ১৯৬ রান। ফলোঅন এড়াতে হলে এখনও ১৮৫ রান করতে হবে সফরকারীদের। অন্যথায় ইনিংস ব্যবধানে পরাজয় নিশ্চিত।

এর আগে প্রথম ইনিংসে কেন উইলিয়ামসনের ডাবল (২৫১) সেঞ্চুরি আর টম লাথাম (৮৬) ও কাইল জেমিসনের (৫১) জোড়া ফিফটিতে ভর করে ৭ উইকেটে ৫১৯ রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড ১ম ইনিংস: ৫১৯/৭ (উইলিয়ামসন ২৫১, লাথাম ৮৬, জেমিসন ৫১, রস টেইলর ৩৮; কেমার রোচ ৩/১১৪, শ্যানন গ্যাব্রিয়েল ৩/৮৯)।

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ১৩৮/১০ (ক্যাম্পবেল ২৬, হোল্ডার ২৫*, ব্লাকউড ২৩, ব্রাথওয়েট ২১; টিম সাউদি ৪/৩৫, জেমিসন ২/২৫, নিল ওয়াগনার ২/৩৩)।
ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: ১৯৬/৬ (ব্লাকউড ৮০*, জোসেপ ৫৯*)।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল