২রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২০
স্পোর্টস ডেস্ক :
বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) গত ১২ বছর ধরেই সভাপতির চেয়ার দখল করে আছেন কাজী সালাউদ্দিন। আগামী ৩ অক্টোবর ফের বাফুফে নির্বাচন। চতুর্থবারের মতো সভাপতির চেয়ার দখলের লড়াইয়ে আছেন কিংবদন্তি এই ফুটবলার।
রোববার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আসন্ন নির্বাচনে নিজের প্যানেলের ইশতেহার ঘোষণা করার পর কাজী সালাউদ্দিন বলেছেন, গত নির্বাচনে ইশতেহার তৈরি করেছিলেন আমাদের প্যানেলের নির্বাচনের প্রধান সমন্বয়ক তরফদার রুহুল আমিন। সেই ইশতেহার সম্পর্কে কিছুই জানতাম না। এবার নিজের তত্ত্বাবধানে তৈরি করেছেন। তাই দুই ইশতেহারের মধ্যে অনেক ফারাক।
দীর্ঘদিন ধরে একটি জিমের চাহিদা ছিল ফুটবলারদের। গত ১২ বছরে তা তৈরি না হলেও ফের প্রতিশ্রুতি দিয়েছে সম্মিলিত পরিষদ।
সিলেট বিকেএসপির একাডেমিতে ক্যাম্প করে লাখ লাখ টাকা বাকি রেখে চলে আসে বাফুফে। অথচ দেশের আনাচে-কানাচে ব্যক্তিগত ও বেসরকারি উদ্যোগে পরিচালিত ফুটবল একাডেমিগুলোকে একাডেমি অ্যাক্রিডিটেশন স্কিমে আনতে চায় সম্মিলিত পরিষদ।
২০১৬ সালের নির্বাচনে ২৫টি প্রতিশ্রুতি ছিল সালাউদ্দিনের ইশতেহারে। চার বছর পর ১১টি প্রতিশ্রুতি বাড়িয়ে ইশতেহার দিল সালাউদ্দিনের সম্মিলিত পরিষদ।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D