সিলেট ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০১৭
রংপুর প্রতিনিধি: রাষ্ট্রপতি আব্দুল হামিদের কাছে আগামী সোমবার (৬ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনার হিসেবে ১০টি নাম সুপারিশ করবে সার্চ কমিটি। তার আগেই তা জনসমক্ষে প্রকাশের জন্য আহ্বান জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। তিনি বলেন, ‘সুনির্দিষ্ট বস্তুনিষ্ঠ মানদণ্ডের আলোকে নামগুলো সুপারিশ করা হবে বলে আশা করছি।’
রবিবার সকালে রংপুর টাউন হলে সুজনের রংপুর জেলা সম্মেলন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘সার্চ কমিটি যাদের নামই রাষ্ট্রপতির কাছে জমা দেওয়া হোক না কেন, তাদের নাম অবশ্যই প্রকাশ করা হবে বলে আশা করছি। যাতে জনগণ তাদের মতামত দিতে পারে। তা না হলে নানা প্রশ্ন উঠবে।’
তিনি আরও বলেন, ‘নাম পেলে গণমাধ্যমের পক্ষেও সেসব ব্যক্তিদের সম্পর্কে অনুসন্ধান করে প্রতিবেদন প্রকাশ করা যাবে। ফলে দেশের জনগণ উপকৃত হবে। তখন সার্চ কমিটি সম্পর্কে জনগণের আস্থা আরও বাড়বে।’
এর আগে সুজন সম্পাদক রংপুর টাউন হল প্রাঙ্গণে পৌঁছালে সংগঠনের নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। জেলা সুজন সভাপতি দীপক কুমার সাহার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আকবর হোসেন প্রমুখ।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by ওয়েব নেষ্ট বিডি