কানাইঘাট সমাজ কল্যান পরিষদের
ঈদ পূর্নমিলনি অনুষ্টিত

প্রকাশিত: ১১:০৬ অপরাহ্ণ, জুন ৭, ২০১৯

<span style='color:#077D05;font-size:19px;'>কানাইঘাট সমাজ কল্যান পরিষদের</span> <br/> ঈদ পূর্নমিলনি অনুষ্টিত

কানাইঘাট উপজেলা সমাজ কল্যান পরিষদ ৩নং দিঘীরপার পূর্ব ইউনিয়ন শাখার উদ্দ্যোগে সন্ধা ৭ঘটিকার সময় স্হানীয় একটি রেষ্টুরেন্ট ঈদ পূর্নমিলনি অনুষ্টিত হয়,ইউনিয়ন সমাজ কল্যাণ পরিষদে সভাপতি হাফিজ আহমদ সুজনের সভাপতিত্বে সাধারন সম্পাদক গোলাম কিবয়িরার পরিচালনায় প্রধান অথিতি হিসাবে উপস্হিত ছিলেন, দিঘীরপার পূর্ব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মুমিন চৌধুরী, বিশেষ অথিতি হিসাবে উপস্হিত ছিলেন, সুরুতুননেছা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সাজ উদ্দিন সাজু, অগ্রণী ব্যাংক শাহগলি বাজার শাখার কর্মকর্তা ফজরুল ইসলাম ফজই, বিশিষ্ট মুরব্বি আব্দুল আহাদ পাঞ্জাইত, জয়নুল আবেদিন,ইকবাল আহমদ, গোলাম রাব্বানি বুলবুল,সাংবাদিক শাহিন আহমদ, তুকেল আহমদ, আবু রায়হান পাবেল, আতিক হাসান,আশিক উদ্দিন,ইমরান আহমদ,নোমানুর রশীদ সাগর, আবু বক্কর সিদ্দিক, গিয়াস উদ্দিন প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল