উইন্ডিজ সিরিজে বাংলাদেশ দল প্রায় চূড়ান্ত

প্রকাশিত: ১২:১২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২০

উইন্ডিজ সিরিজে বাংলাদেশ দল প্রায় চূড়ান্ত

স্পোর্টস ডেস্ক

দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিতে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের। ক্যারিবীয়দের বিপক্ষে আসন্ন এই হোম সিরিজকে সামনে রেখে দল প্রায় চূড়ান্ত।

মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, উইন্ডিজ সিরিজের জন্য আমরা পুল প্রায় চুড়ান্ত করে ফেলেছি। কোচ ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে ঠিক করা হয়েছে। সিরিজের আগে সম্ভাব্য সেরা দলটাই ঘোষণা করা হবে। টেস্টে জন্য ২০ আর ওয়ানডের জন্য আমরা ২১ জনকে রেখেছি।

চলমান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে যারা প্রত্যাশার চেয়েও ভালো পারফরম্যান্স করবেন তাদের ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রধান নির্বাচক বলেছেন, ইনজুরি খেলারই অংশ। লম্বা সময় পর আমরা যদি সবাইকে এক সঙ্গে ফিট পাই সেটা দারুন হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল