উইন্ডিজ সিরিজে মাশরাফি কি থাকছেন?

প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২০

উইন্ডিজ সিরিজে মাশরাফি কি থাকছেন?

স্পোর্টস ডেস্ক ::
আগামী ১০ জানুয়ারি বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। এ সফরে টাইগারদের বিপক্ষে দুটি টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অংশ নেবে জেসন হোল্ডারের নেতৃত্বাধীন ক্যারিবীয় দল।

উইন্ডিজের বিপক্ষে হোম সিরিজে বাংলাদেশ দলে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা থাকছেন কিনা তা এখনও নিশ্চিত নয়। হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ফিরেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি। চোট কাটিয়ে খেলায় ফিরে প্রথম দুই ম্যাচে ২৮ ও ২৬ রান খরচ করে এক উইকেট করে শিকার করেন খুলনার এই পেসার।

তবে প্রথম কোয়ালিফায়ারে ফাইনাল নিশ্চিত করার ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন ৩৭ বছর বয়সী এই তারকা পেসার। তার গতির মুখে পড়ে খুলনার বিপক্ষে ২১১ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে ১৯.৪ ওভারে ১৬৩ রানে অলআউট হয় চট্টগ্রাম। চার ওভারে ৩৫ রান খরচ করে একাই ৫ উইকেট শিকার করে ম্যাচসেরার পুরস্কার জেতেন মাশরাফি।

তার এমন নান্দনিক পারফরম্যান্সের পরই গুঞ্জন রটে জাতীয় দলে ফেরা নিয়ে।

শুক্রবার মিরপুর শেরেবাংলায় বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনাল ম্যাচ চলাকালীন মাশরাফি প্রসঙ্গে সাংবাদিকদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, উইন্ডিজ সিরিজে মাশরাফির থাকা না থাকা নিশ্চিত করবেন জাতীয় দলের নির্বাচকরা।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল