উঠতি নায়কে আগ্রহ ক্যাটরিনার

প্রকাশিত: ২:১৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০১৯

উঠতি নায়কে আগ্রহ ক্যাটরিনার

  বিনোদন ডেস্কঃঃ  বলিউড সেনসেশন ক্যাটরিনা কাইফের পছন্দের তারিফ করতেই হয়। ক্যারিয়ারে যে কয়জন নায়ককে বেছে নিয়েছেন সফল হয়েছেন। ক্যারিয়ার চাঙ্গা রাখতে তিনি চাতুরির সঙ্গে সিদ্ধান্ত নিয়ে থাকেন।

তবে ক্যাটরিনা অন্যদের মতো নির্দিষ্ট নায়কের গণ্ডিতেই আটকে থাকেননি। সালমানের সঙ্গে চুটিয়ে প্রেম করেও ক্যারিয়ারের তাগিদে বেছে নিয়েছেন অন্য নায়ক। অক্ষয়ের বৃত্তও তিনি ভেঙেছেন টিকে থাকার প্রয়োজনে।

ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ক্রনিকলের এক প্রতিবেদনে বলা হয়েছে, বলিউডে ক্যাটরিনার প্রায় যুগ পেরিয়েছে। এরই মধ্যে তিনি কিছু বক্স কাঁপানো ছবি করেছেন। তবে নিজেকে প্রাসঙ্গিক রাখতে তিনি প্রতিনিয়ত নিত্যনতুন সিদ্ধান্ত নিচ্ছেন।

এখানেই থেমে থাকেননি ক্যাট। পরের প্রজন্মের নায়কদেরও দেখা যাবে ক্যাটরিনার সঙ্গে অভিনয় করতে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, নির্মাতা ফারহান আখতার ও রিতেশ সিদ্ধানির এক্সেল এন্টারটেইনমেন্টের ব্যানারে ক্যাটরিনার অভিনয় করার কথা রয়েছে। আর এতে তার সঙ্গে থাকবেন অভিনেতা ঈশান খট্টর ও সিদ্ধান্ত চতুর্বেদি।

কাজল/১৫/১২/২০১৯