Social Bar

উরুগুয়ে ফুটবল দলের ১৬ জন আক্রান্ত

প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২০

উরুগুয়ে ফুটবল দলের ১৬ জন আক্রান্ত

খেলাধুলা : মরণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণে জর্জরিত উরুগুয়ে জাতীয় ফুটবল দল। এখন পর্যন্ত দলের ১৬ জন খেলোয়াড় আক্রান্ত হয়েছে। সর্বশেষ সংযোজন দলটির অধিনায়ক ডিয়েগো গডিন। আন্তর্জাতিক বিরতিতে বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে এসে উরুগুয়ে জাতীয় দলের খেলোয়াড় ও কোচিং স্টাফরা করোনায় আক্রান্ত হয়েছেন।জানা যায়, ২০২২ বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের দুটি ম্যাচ খেলতে গিয়ে যথাযথ স্বাস্ব্য প্রোটোকল মানেনি উরুগুয়ে ফুটবল ফেডারেশন। পরে তাদের ১৫ হাজার মার্কিন ডলার জরিমানা করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।গত সপ্তাহে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ জেতার পর প্রথম দুঃসংবাদ পায় উরুগুয়ে। দলের প্রথম খেলোয়াড় হিসেবে করোনা পজিটিভ হন মাতিয়াস ভিনা। এরপর করোনা পজিটিভ হিসেবে ধরা পড়েন উরুগুয়ের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ। ফলে গত মঙ্গলবার ব্রাজিলের বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি তিনি।

 

 

 

 

 

 

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল

Follow for Regular News