এইচএসসি পাস ভুয়া এমবিবিএস ডাক্তার আটক

প্রকাশিত: ৫:১১ পূর্বাহ্ণ, জুলাই ৩১, ২০১৯

এইচএসসি পাস ভুয়া এমবিবিএস ডাক্তার আটক

সিলেটের দিনকাল ডেস্ক :: মোস্তাক আহমেদ ওরফে এমএ করিম বশির নিজেকে এমবিবিএস ডাক্তারের পরিচয় দিয়ে এক যুগের বেশি সময় ধরে রোগী দেখছেন। রোগী প্রতি ফি নিচ্ছেন ২০০ টাকা। মঙ্গলবার নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ের নিউ মুক্তি ডায়াগনস্টিক সেন্টার থেকে তাকে আটক করে র‌্যাব। এ সময় তার চেম্বারে পাঁচ রোগী ছিলেন।

আটক মোস্তাক কুষ্টিয়ার কুমারখালী থানার সালেহাকান্দি এলাকার রহিম মণ্ডলের ছেলে। ঢাকার যাত্রাবাড়ী এলাকায় থাকেন তিনি।

র‌্যাব-১১ এর এডিশনাল এসপি মো. জসিম উদ্দীন চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নিউ মুক্তি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। পরে এইচএসসি পাস ভুয়া এমবিবিএস ডা. মোস্তাক করিমকে আটক করা হয়।

তিনি আরো বলেন, বিএমঅ্যান্ডডিসি কর্তৃক রেজিস্ট্রেশন নম্বর দেখতে চাইলে নিজের নামের সঙ্গে মিল থাকায় ডা. মো. মোস্তাক আহমেদের রেজিস্ট্রেশন দেখান করিম। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন নিবন্ধন করা ডা. মোস্তাক আহমেদ আর করিম এক ব্যক্তি নয়। নামের সঙ্গে মিল থাকায় ১২ বছর ধরে ভুয়া ডাক্তার সেজে বিভিন্ন হাসপাতালে রোগী দেখে চিকিৎসার নামে প্রতারণা করেছেন করিম।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল