সিলেট ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২০
স্পোর্টস ডেস্ক
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদ্য শেষ হওয়া নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন কাজী সালাহউদ্দিন।
চতুর্থবারের মত নির্বাচিত হয়ে এ কিংবদন্তি ফুটবলার বলেছেন, এই জয়ের কৃতিত্ব কেবল ভোটারদের। কারণ নির্বাচনের আগে অনেকেই অনেক কিছু বলেছেন। এই ভোটের মাধ্যমে সমালোচকরা তারজবাব পেয়েছেন। প্যানেলের পক্ষ থেকে ভোটারদের ধন্যবাদ জানান সালাউদ্দিন।
তিনি আরও বলেছেন, বিগত ১২ বছর ধরে ফুটবলকে মাঠের মধ্যেই রেখেছি। এই সময় কোনোলিগ বা ম্যাচ বাদ পড়েনি। ফুটবলের সঙ্গে সরাসরি যুক্ত খেলোয়াড় ও কাউন্সিলররা আমাকে সমর্থন দেয়ার কারণ নিয়মিত ফুটবলের আয়োজন করেছি।
বাফুফে সভাপতি আরও বলেছেন, ফুটবলের জন্য আমি সঠিক কাজটি করছি বলেই বর্তমান খেলোয়াড়রা আমার পক্ষ নিয়েছেন।
শনিবারসোনারগাঁ হোটেলে অনুষ্ঠিত নির্বাচনে ৯৪ ভোট পেয়ে ফের সভাপতি নির্বাচিত হয়েছেন সালাউদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাদল রায় পেয়েছেন ৪০ ভোট। সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম মানিক পেয়েছেন মাত্র এক ভোট।
৯১ ভোট নিয়ে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুস সালাম মোর্শেদী এমপি। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি শেখ মোহাম্মদ আসলাম পেয়েছেন ৪৪ ভোট।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by ওয়েব নেষ্ট বিডি