একমাস পর শাহজালাল মাজার মসজিদে সর্বসাধারণের নামাজ আদায়

প্রকাশিত: ১:২০ পূর্বাহ্ণ, মে ৯, ২০২০

একমাস পর শাহজালাল মাজার মসজিদে সর্বসাধারণের নামাজ আদায়

নিজস্ব প্রতিবেদক

একমাস পর শাহজালাল (র.) মাজার মসজিদে জুমার নামাজ আদায় করলেন মুসল্লিরা। তবে নামাজ আদায়ের সময় বজায় রেখেছেন নিরাপদ শারীরিক দূরত্ব। শুক্রবার (০৮ মে) হযরত শাহজালাল (র.) মাজার মসজিদে শারীরিক দূরত্ব বজায় রেখে মুসল্লিদের নামাজ আদায় করতে দেখা গেছে।

অন্য সময় শাহজালাল (র.) মাজার মসজিদে জুমার নামাজে যে জমায়েত হয় এদিন ছিল তুলনামূলক কম। তবে মসজিদে জামাতে নামাজ আদায়ের অনুমতি দেওয়ায় সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন অনেকে। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গত ৬ এপ্রিল মসজিদে সীমিত মুসল্লি নিয়ে জামাতে নামাজ আদায়ের নির্দেশনা দেওয়া হয়। এরপর বুধবার (০৬) ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে স্বাস্থ্যবিধি অনুসরণ করে ১২টি শর্ত বেঁধে দিয়ে মসজিদে নামাজ আদায়ের জন্য অনুমতি দেওয়া হয়।

ফেসবুকে সিলেটের দিনকাল