একসঙ্গে মা-ছেলে

প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০১৯

একসঙ্গে মা-ছেলে
বিনোদন ডেস্কঃঃ  একসঙ্গে অভিনয় করলেন মডেল-অভিনেতা জোভান আহমেদ ও তার মা সোহেলি আহমেদ শিখা। তাদের দেখা যাবে ‘কাতান শাড়ি’ শিরোনামের একটি নাটকে। বুধবার তারা এটির শুটিং শেষ করেন। নাটকটি নিয়ে মা-ছেলে দুজন বেশ উচ্ছ্বসিত। এই নাটকের মধ্যদিয়ে সোহেলি আহমেদ শিখা প্রথমবারের মতো ক্যামেরার সামনে দাঁড়ালেন। এতে জোভানের বিপরীতে থাকছেন জাকিয়া বারী মম। এটি নির্মাণ করেছেন সরদার রোকন। নাটকটি ২৭শে ডিসেম্বর আরটিভিতে প্রচার হবে।