সিলেট ৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২০
স্পোর্টস ডেস্ক
আইপিএলে সুযোগ পেয়ে একেবারেই পাল্টে গেছে কলকাতা নাইট রাইডার্সের স্পিনার বরুণ চক্রবর্তীর জীবন।
দুঃখ-কষ্ট আর সংসারে টানাটানিতে ভরা ছিল এই ভারতীয় স্পিনারের অতীত জীবন, যা ছিল অনেকের অজানা।
শনিবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে বরুণের অসাধারণ বোলিংয়ে ৫৯ রানের জয় পায় কেকেআর।
৫ উইকেট নিয়ে ম্যাচসেরা পুরস্কার জেতেন তিনি। পুরস্কার নিতে এসে আপ্লুত হয়ে নিজের অতীতের দুঃখগাথা অকপটেই জানান বিশ্ববাসীকে।
বরুণ বলেন, এমন মুহূর্তে মা হেমা মালিনী, বাবা বিনোদ চক্রবর্তী, বাগদত্তা নেহা এবং আমার ফিজিওকে ধন্যবাদ জানাতে চাই। আমি স্থাপত্যবিদ হিসেবে ২০১৫ সাল পর্যন্ত কাজ করেছি। এ দিয়ে পরিবারের সদস্যদের খরচ চালাতে অর্থের জোগান দিতে পারতাম না। সেই সময়েই ঠিক করি নতুন কিছু করতে হবে। এর পর ক্রিকেটে মনোযোগী হই।
শনিবার ২০ রানের খরচায় ৫ উইকেটের বিষয়ে বরুণ বলেন, অসাধারণ এক অভিজ্ঞতা হলো। শেষ কয়েক ম্যাচে আমি উইকেট পাচ্ছিলাম না। আজ কমপক্ষে ১-২টি উইকেট পাওয়ার চেষ্টায় নেমেছিলাম। আর ৫ উইকেট পেলাম! বিশেষ করে শ্রেয়াসকে আউট করাটা সবচেয়ে বেশি উপভোগ্য ছিল। ছোট বাউন্ডারিকে সামনে রেখে বোলিং করছিলাম। তাই উইকেটে আক্রমণ করা জরুরি ছিল।
বরুণের প্রশংসায় পঞ্চমুখ কলকাতার নতুন অধিনায়ক এইউন মরগান।
তিনি বলেন, ভীষণ বিনয়ী ক্রিকেটার সে। কেবল নিজের পারফরম্যান্স নিয়েই ভাবে। গোটা টুর্নামেন্টজুড়েই ও আমাদের হয়ে দারুণ খেলে চলেছে বরুণ।
বরুণ চক্রবর্তীকে আইপিএলে রহস্যময় স্পিনার বলা হয়। ক্যারিয়ারের শুরুতে পেস বোলিং করতেন। একসময় হাঁটুতে আঘাত পেয়ে পেস বোলিং ছেড়ে দেন। স্পিনার হয়ে ওঠেন। তামিলনাড়ুর এই ক্রিকেটারকে গত আসরে ৮.৪ কোটি টাকায় নিলামে কিনেছিল কিংস ইলেভেন পাঞ্জাব। এবার তাকে দলে ভেড়াল শাহরুখের কেকেআর।
তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by ওয়েব নেষ্ট বিডি