একাই লড়লেন মাহমুদুল্লাহ, বাংলাদেশের সংগ্রহ ১৪১

প্রকাশিত: ২:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০১৭

একাই লড়লেন মাহমুদুল্লাহ, বাংলাদেশের সংগ্রহ ১৪১

ক্রীড়া প্রতিবেদক:: মাহমুদুল্লাহর ব্যাটে ভর করে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউ জিল্যান্ডকে জয়ের জন্য ১৪২ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (৩ জানুয়ারি) নেপিয়ারে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে উইকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করে বাংলাদেশ।

টাইগার ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে একমাত্র ব্যতিক্রম ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। দলের বিপর্যয়ে হাল ধরে প্রায় একাই টেনে নিয়ে গেছেন দলকে। ইনিংসের শেষ ওভারে ফার্গুসনের বলে বোল্ড হওয়ার আগে ৪৭ বল খেলে ৩ ছক্কা আর ৩ চারে ৫২ রান করেছেন মাহমুদুল্লাহ। এছাড়া দলের হয়ে মোসাদ্দেক ২০, সাব্বির ১৬ ও সাকিব ১৪ রান করেন।

নিউ জিল্যান্ডের পক্ষে ফার্গুসন ৩২ রানে ৩টি ও হুইলার ২২ রানে ২টি উইকেট নেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল