একুশে পদক পাচ্ছেন কুলাউড়ার সাবেক এমপি আব্দুল জব্বার

প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২০

একুশে পদক পাচ্ছেন কুলাউড়ার সাবেক এমপি আব্দুল জব্বার

শরীফ আহমেদ,মৌলভীবাজার:
মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সাবেক সংসদ সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর, বৃহত্তর সিলেটের কৃতি সন্তান মরহুম আব্দুল জব্বারকে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে অনন্য সাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ মরনোত্তর একুশে পদকে ভূষিত করা হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর (২০২০ সাল) ২০ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে একুশে পদক প্রদান করা হবে জানানো হয়। রাষ্ট্রীয় দ্বিতীয় সর্বোচ্চ পদকপ্রাপ্ত ২০ জনের এ তালিকায় কুলাউড়ার সাবেক এমপি মরহুম আব্দুল জব্বারের নাম রয়েছে।

মরহুম আব্দুল জব্বার ছিলেন ’৬২ এর শিক্ষা আন্দোলন, ’৬৬ এর ছয়-দফা, ’৬৯ এর গণ অভ্যুত্থান, ’৭০ এর নির্বাচন ও ’৭১ এর মহান মুক্তিযুদ্ধের সংঘঠক ও রণাঙ্গণের যোদ্ধা। এছাড়া তিনি বঙ্গবন্ধু পরিষদ ও মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের প্রতিষ্ঠাকালীন থেকে কেন্দ্রীয় কমিটি, রেডক্রিসেন্ট সোসাইটি এবং ঘাতক দালাল নিমূল কমিটি, ১৯৬৪ সালে কুলাউড়া থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। রাজনৈতিক ব্যক্তিত্ব ও ক্লিন ইমেজের অধিকারী জাতির এ সূর্য সন্তান শোকের মাস ১৯৯২ সালের ২৮ আগস্ট মাত্র ৪৭ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

আগামী (২০ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে একুশে পদক তুলে দিবেন।

উল্লেখ্য, মরহুম আব্দুল জব্বারের ছেলে আ.লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রটোকল অফিসার ২ আবু জাফর রাজু ও সাবেক কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বর্তমানে কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম।