এক দৃশ্যের জন্য সালমানের ছয় মাসের প্রস্তুতি!

প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০১৯

এক দৃশ্যের জন্য সালমানের ছয় মাসের প্রস্তুতি!

এ মুহূর্তে সালমান খান ব্যস্ত ‘দাবাং থ্রি’ ছবির শুটিংয়ে। আর নিজের অভিনীত চরিত্রের জন্য জোরদার প্রস্তুতি নিচ্ছেন তিনি। শোনা গেছে, তিনি নাকি ঘণ্টার পর ঘণ্টা ধরে জিমে ঘাম ঝরাচ্ছেন। সোনাক্ষী সিনহার সঙ্গে প্রেমের হোক বা মারপিটের দৃশ্য—সব ক্ষেত্রেই সালমান নিজেকে উজাড় করে দিতে চলেছেন। খবর অনুযায়ী, ছবির চূড়ান্ত এক দৃশ্যে সালমানকে খালি গায়ে দেখা যাবে। এ কারণে তিনি ছয় মাস ধরে প্রস্তুতি নিচ্ছেন। আর ছবির এই ক্লাইমেক্স দৃশ্যটি নাকি দীর্ঘ।

এই দৃশ্যে বলিউডের সুলতানকে খালি গায়ে দেখা যাবে। তাই সালমান নিজের শরীরকে যথোপযুক্ত কাঠামো দিতে অক্লান্ত পরিশ্রম করছেন। ছবির অ্যাকশনের দৃশ্যের জন্য নানান প্রশিক্ষণ নিচ্ছেন তিনি। ‘দাবাং থ্রি’ ছবিতে সালমানকে যুবক হিসেবেও দেখা যাবে। ৫২ বছর বয়সী এই সুপারস্টার যুবক হয়ে উঠতে বিশেষ ডায়েট মেনে চলছেন। আর নিজেকে ফিট রাখতে প্রচুর সাইক্লিং করছেন। তবে সালমানের সাইকেল-প্রেমের কথা তাঁর ফ্যানেদের অজানা নয়। সুযোগ পেলেই তিনি মুম্বাইয়ের রাজপথে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন। সম্প্রতি বৃষ্টি মাথায় করে তাঁকে সাইকেল চালাতে দেখা গেছে।

বিনোদন ডেস্ক