এক ম্যাচে ১৩ গোল, ৪৮ বছরের রেকর্ড ভাঙল আয়াক্স

প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২০

এক ম্যাচে ১৩ গোল, ৪৮ বছরের রেকর্ড ভাঙল আয়াক্স

স্পোর্টস ডেস্ক

নিজেদের ঘরোয়া লিগে ইতিহাস গড়ল নেদারল্যান্ডসের চ্যাম্পিয়ন ক্লাব আয়াক্স আমস্টারডাম।

ফুটবলবিশ্ব যখন রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যকার এল ক্ল্যাসিকো ম্যাচ নিয়ে বুঁদ ছিল, তখন নেদারল্যান্ডসে ভিভিভির বিপক্ষে তাণ্ডব চালিয়েছে আয়াক্স।

প্রতিপক্ষ ভিভিভি ভেনলোর জালে ১৩ বার বল জড়িয়েছেন তারা। ডাচ লিগের ইতিহাসে এটিই সবচেয়ে বড় ব্যবধানে জয়।

এই ১৩ গোলের মধ্যে বুরকিনা ফাসোর ১৯ বছর বয়সী ফরোয়ার্ড লাসিনা ট্রাওরের একাই করেছেন ৫ গোল।

একটি গোল করলেই এক ম্যাচেই ডাবল হ্যাটট্রিকের ইতিহাস গড়তেন লাসিনা। যদিও তা হয়নি।

শনিবার ভিভিভি ভেনলোকে তাদেরই মাঠে এভাবে গোলের বন্যায় ভাসিয়ে দেয় আয়াক্স। জবাবে একটি গোলও শোধ করতে পারেনি ভিভিভি।

মূলত নিজেদের রেকর্ডই ভেঙেছে আয়াক্স। দলটি ১৯৭২ সালে ডাচ লিগে এসবিভি ভিতেসকে ১২-১ গোলে হারিয়েছিল।

প্রায় ৪৮ বছর পর নিজেদের সেই রেকর্ড ভাঙল আয়াক্স।

শনিবারের ম্যাচে লাসিনার ৫ গোল ছাড়া জোড়া গোল করেছেন জার্গেন এক্কেলেনক্যাম্প ও ক্লাস জান হান্টেলার।

একটি করে গোল করেছেন অ্যান্থনি, ডালি ব্লিন্ড, লিসান্দ্রো মার্তিনেজ, ধুসান টাডিক।

ম্যাচের ১২ মিনিটে প্রথম গোলটি পায় আয়াক্স। লাসিনার এসিস্টে শুরুটা করেন মিডফিল্ডার একেলেনক্যাম্প।

আর শেষ গোলটি আসে ৮৭ মিনিটে। অর্থাৎ ৭৫ মিনিটে প্রতিপক্ষের জালে ১৩ বার বল জড়িয়েছে নেদারল্যান্ডসের রাজধানী ক্লাবটি।

গোলের সংখ্যা আরও হতে পারত। পুরো ম্যাচে ৪৫টি আক্রমণ করেছে আয়াক্স, যার মধ্যে ২৩টি ছিল লক্ষ্য বরাবর। ১০টি শট ফিরিয়ে দিতে পেরেছে ভিভিভি।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল