এক রানে ২ উইকেট হারিয়ে বিপদে ইংল্যান্ড

প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২১

এক রানে ২ উইকেট হারিয়ে বিপদে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
ঘরের মাঠেই কোণঠাসা ইংল্যান্ড ক্রিকেট দল। নটিংহ্যাম টেস্টে বৃষ্টির কারণে নিশ্চিত পরাজয় থেকে রক্ষা পাওয়া ইংল্যান্ড ঐতিহ্যবাহী লর্ডসেও পরাজয়ে শঙ্কিত।

জো রুটের নেতৃত্বাধীন ইংল্যান্ড দলকে জয়ের জন্য ২৭২ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে ভারত। জয়ের জন্য শেষ দিনে মিনিমাম ৬০ ওভার খেলতে পারবে স্বাগতিকরা।

চতুর্থ ইনিংসে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে যায় ইংল্যান্ড। জসপ্রিত বুমরাহর করা ইনংসের প্রথম ওভারের তৃতীয় বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ওপেনার রয় বার্নস।

এরপর মোহাম্মদ সামির করা ইনিংসের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে উইকেটকিপারের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন অন্য ওপেনার ডম সিবলিও।

এর আগে ২৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে যায় ভারত। ৫৫ রানের দলের সেরা তিন ব্যাটসম্যান লোকেশ রাহুল, রোহিত শর্মা ও বিরাট কোহলির উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে যায় ভারত।

সেই চাপের মধ্যে স্নায়ু ঠাণ্ডা রেখে দায়িত্বশীল ব্যাটিং করেন চেতেশ্বর পুজারা ও আজিঙ্কা রাহানে। চতুর্থ উইকেট তারা গড়েন ১০০ রানের জুটি।

রাহানে-পুজারা জুটির বিচ্ছেদের পর দলের হাল ধরতে পারেননি ঋষভ পন্থ ও রবিন্দ্র জাদেজা। তারা অংশ নেন আসা-যাওয়ার মিছিলে।

সোমবার পঞ্চম দিনে আগের করা ১৮১/৬ রান নিয়ে ফের ব্যাটিংয়ে নেমেই বিপাকে পড়ে যায় ভারত। এদিন স্কোর বোর্ডে ১৩ রান জমা হতেই সাজঘরে ফেরেন পন্থ। পরের ১৫ রানের ব্যবধানে নেই ইশান্ত শর্মার উইকেট।

২০৯ রানে ৮ উইকেট পতনের পর ক্রিকেট বিশ্লেষকদের অনেকেই মনে করেছেন দ্রুতই গুটিয়ে যাবে ভারত।

কিন্তু নবম উইকেটে ভারতের দুই তারকা পেসার মোহাম্মদ সামি ও জসপ্রিত বুমরাহ লাঞ্চ বিরতির আগে ১১১ বলে ৭৭ রানের অবিচ্ছিন্ন পার্টনারশিপ গড়েন।

৫৫ বলে ৪০ রান করা সামি এরপর মঈন আলীকে পরপর দুই বলে চার ও ছক্কা হাঁকিয়ে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি তুলে নেন। ৬৭ বলে ৫টি চার ও এক ছক্কায় ক্যারিয়ার সেরা ৫২ রান করে অপরাজিত থেকে মধ্যাহ্ন বিরতিতে যান সামি।

৫৮ বলে দুটি বাউন্ডারির সাহায্যে ক্যারিয়ার সেরা ৩০ রান করে অপরাজিত আছেন বুমরাহ। ভারতের সংগ্রহ ৮ উইকেটে ২৮৬ রান। কোহলিদের লিড ২৫৯ রান।

লাঞ্চ বিরতি থেকে ফিরে মাত্র ১২ রান যোগ করেই ২৯৮/৮ রান নিয়ে ইনিংস ঘোষণা করে ভারত। ৫৬ ও ৩৪ রানে অপরাজিত থাকেন সামি ও বুমরাহ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল