সিলেট ২৭শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৫
এখন থেকে যুবসমাজকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করানো হবে-সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম
নিজস্ব প্রতিবেদক
সিলেটের জেলা প্রশাসক ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির আহবায়ক মোঃ সারওয়ার আলম প্রধান অতিথির
বক্তব্যে বলেছেন, সারাবছরব্যাপী সকল ডিসিপ্লিনের খেলাধুলা চালু রাখার এবং যুবসমাজকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করার ক্ষেত্র গড়ে তোলার ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।
‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে জাতীয় কাবাডি (পুরুষ ও নারী) প্রতিযোগিতার সুরমা জোনের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনায়, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে এ আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় সিলেটের উপশহরস্থ বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্সের জিমনেসিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সিলেটের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির আহ্বায়ক মো. সারওয়ার আলম। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তরুণ সমাজকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করাতে অভিভাবক ও সংশ্লিষ্টদের উদ্যোগী হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিলেট জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য-সচিব মো. নূর হোসেন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কোষাধ্যক্ষ মো. মনির হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য রাফায়াত মালিক রাফি, সিলেট জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশনের অ্যাডহক কমিটির সদস্য-সচিব আব্দুল আজিম,বাংলাদেশ ফটো জানালিষ্ট এসোসিয়েশন সিলেট বিভাগায়ী কমিটির সভাপতি নাজমুল কবীর পাভেল,সিলেট প্রেস ক্লাবের কোষাধক্ষ্য আনিস রহমান,ইমজার সহ-সভাপতি আলমীর হোসেন,সিলেট জেলা ফুটবল রেফারীজ
এসোসিয়েশনের এ্যাডহক কমিটির সদস্য-সচিব আব্দুল আজিম, সিলেট জেলা সহকারী ফুটবল
কোচ খালেদ আহমদ প্রমুখ।
প্রতিযোগিতায় পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয মৌলভীবাজার জেলা, এবং রানার-আপ সিলেট জেলা; নারী বিভাগে চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়া জেলা, এবঙ রানার-আপ হয় হবিগঞ্জ জেলা।
এছাড়া সেরা রেইডার (নারী) হবিগঞ্জের তাসনিয়া আক্তার ( জার্সি ৪), সেরা রেইডার (পুরুষ): সিলেটের শাহিন আহমদ ( জার্সি ৪); সেরা ক্যাচার (নারী) হন ব্রাহ্মণবাড়িয়ার নাসিমা আক্তার ( জার্সি ৭), সেরা ক্যাচার (পুরুষ): মৌলভীবাজারে তাজউদ্দিন ( জার্সি ১)।
টুর্নামেন্ট সেরা খেলোয়াড় (নারী): ব্রাহ্মণবাড়িয়ার নাহিদা আক্তার (জার্সি ১১), সেরা খেলোয়াড় (পুরুষ): মৌলভীবাজারে রায়হান আহমদ (জার্সি ৮)।
প্রসঙ্গত,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং বাংলাদেশ
কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে ১৬ হতে
১৮ সেপ্টেম্বর ২০২৫ তিনদিনব্যাপী তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে নতুন বাংলাদেশ
গড়ার প্রত্যয়ে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে ‘জাতীয় কাবাডি (পুরুষ ও নারী)
প্রতিযোগিতা’ এর সুরমা জোন (সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোণা,
ব্রাহ্মণবাড়িয়া, সুনামগঞ্জ, ফেনী ও চাঁদপুর জেলা) এর সমাপনী ও পুরস্কার বিতরণ
অনুষ্ঠান ১8 সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার বিকাল ০৫.৩০ টায় বিভাগীয় ক্রীড়া
কমপ্লেক্স, উপশহর, সিলেট এর অভ্যন্তরে অবস্থিত জিমনেসিয়ামে অনুষ্ঠিত হয়।
সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে
‘জাতীয় কাবাডি (পুরুষ ও নারী) প্রতিযোগিতা’ এর সুরমা জোন এর ফলাফল বিবরণী :
সেরা রেইডার (নারী) : তাসনিয়া আক্তার (হবিগঞ্জ জেলা নারী কাবাডি দলের 4নং জার্সিধারী
খেলোয়াড়)
সেরা রেইডার (পুরুষ) : শাহিন আহমদ (সিলেট জেলা পুরুষ কাবাডি দলের 4নং জার্সিধারী
খেলোয়াড়)
সেরা ক্যাচার (নারী) : নাসিমা আক্তার (ব্রাহ্মণবাড়িয়া জেলা নারী কাবাডি দলের 7 নং
জার্সিধারী খেলোয়াড়)
সেরা ক্যাচার (পুরুষ) : তাজউদ্দিন (মৌলভীবাজার জেলা পুরুষ কাবাডি দলের 1নং জার্সিধারী
খেলোয়াড়)
টুর্নামেন্ট সেরা খেলোয়াড় (নারী) : নাহিদা আক্তার (ব্রাহ্মণবাড়িয়া জেলা নারী কাবাডি দলের
11 নং জার্সিধারী খেলোয়াড়)
টুর্নামেন্ট সেরা খেলোয়াড় (পুরুষ) : রায়হান আহমদ (মৌলভীবাজার জেলা পুরুষ কাবাডি দলের 8নং
জার্সিধারী খেলোয়াড়)
চ্যাম্পিয়ন দল (পুরুষ) : মৌলভীবাজার জেলা পুরুষ কাবাডি দল
রানার-আপ দল (পুরুষ) : সিলেট জেলা পুরুষ কাবাডি দল
চ্যাম্পিয়ন দল (নারী) : ব্রাহ্মণবাড়িয়া জেলা নারী কাবাডি দল
রানার-আপ দল (নারী) : হবিগঞ্জ জেলা নারী কাবাডি দল
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by ওয়েব নেষ্ট বিডি