২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২০
মৌলভীবাজার প্রতিনিধি:
বর্তমান সময়ে বিয়ের অনুষ্ঠানে সামাজিকতা রক্ষার স্বার্থে বিয়ের দাওয়াত দেয়া হয় সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিদের। তবে এবার বিয়ের অনুষ্ঠানে ব্যতিক্রমি মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত দেখালেন বাংলাদেশ ছাত্রলীগ ফ্রান্স শাখার প্রতিষ্ঠাতা সভাপতি মৌলভীবাজারের সন্তান এম আশরাফুর রহমান। সম্প্রতি দেশে এসে তিনি নিজ এলাকায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বিয়ের পিঁড়িতে বসেন। আর ওই বিয়ের ওয়ালীমাতে উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা, রাজনীতিক, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।তবে এতিমদের বেশি প্রধান্য দিয়ে খাবার খাচ্ছেন এমন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ার পর অনেকেই আশরাফুর রহমানের মানবতার প্রতীক হিসেবে আখ্যায়িত করছেন।
বিয়ের ওয়ালীমাতে নজরে পড়লো আমন্ত্রিতদের মধ্যে সমাজের প্রতিষ্ঠিত নানা শ্রেনীর নেতৃবৃন্দদের প্রতি তেমন নজর না দিয়ে বর সাবেক ছাত্রলীগ নেতা আশরাফুর রহমান তাঁর নব-বিবাহিত স্ত্রীকে সাথে নিয়ে এক টেবিলে বসে বিপুল সংখ্যক এতিমদের সাথে নিয়ে খাবার খেয়ে তাদের সাথে ছবি তুলেন। এমনকি এতিমদের নির্ধারিত বসা খাবার টেবিলে আশরাফ ও তাঁর স্ত্রী সার্বিস ম্যানের দায়িত্ব পালন করেন। এসময় ওয়ালিমাতে আসা অনেকেই ছাত্রলীগের সাবেক এই নেতার ব্যতিক্রমি মানবতা দেখে উপস্থিত সবাই মুগ্ধ হোন এবং প্রশংসা করেন।
জানা যায়, জনপ্রিয় ছাত্রনেতা আশরাফুর রহমান ছোটবেলা থেকে সমাজের অবহেলিত দারিদ্র,মানুষের বাসা-বাড়িতে গৃহকর্মী ও এতিমদের সব সময় সহায়তা করতেন। প্রবাস জীবনে থেকেও সেখান থেকে দেশের মানুষের কল্যাণময় কাজ করে যাচ্ছেন এবং সব সময় যোগাযোগ রাখেন।
এদিকে নবদম্পতির কাছে জানতে চাইলে তাঁরা তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, তারা একে অপরকে পেয়ে খুশি। মানুষ মানুষের কল্যানে এই স্লোগানকে প্রতিষ্ঠিত করা মূল লক্ষ্য।সমাজসেবামূলক কর্মকান্ডে সব সময় সম্পৃক্ত থাকতে পারেন এই প্রত্যয় ব্যক্ত করেন। আর সমাজের নিরিহ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তশালীদের প্রতি আহবান জানান।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D