১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, মে ১, ২০২১
স্পোর্টস ডেস্ক:
নার্ভাস নাইনটি পেয়ে বসেছে দেশসেরা ওপেনার তামিম ইকবালকে। শ্রীলংকা সফরে যেন সেঞ্চুরি পাওয়া মানা তার জন্য।
পাল্লেকেলেতে গত তিন ইনিংসের দুইবার নব্বইয়ের ঘরে থামলেন দেশসেরা এ ওপেনার।
টেস্ট ক্যারিয়ারের ১১৯ ইনিংসে এ নিয়ে ৩ বার নার্ভাস নাইনটির বলি হলেন তামিম।
প্রথম ইনিংসে শ্রীলংকার ঘোষিত ৪৯৩ রানের জবাবে ওপেনিংয়ে নেমেই চমৎকার ব্যাট করে যাচ্ছিলেন তামিম।
দিন যত গড়াচ্ছিল লিডকে কমিয়ে আনছিলেন অধিনায়ক মুমিনুল হককে সাথী করে।
এক সময় ১৪৮ বল মোকাবিলা করে ৯২ রানে পৌঁছে যান তামিম। তার এই ব্যক্তিগত সংগ্রহে দলের পুঁজি ২ উইকেটে ১৫০ ছাড়ায়।
ভক্তসমর্থকরা সবাই তাকিয়ে তামিমের ব্যাটের দিকে। তাড়া নেই কোনো, বাকি ৮ রান করতে সময় নিক।
তার ক্যারিয়ারের ১০ম সেঞ্চুরির দেখায় অধীর অপেক্ষায় তারা।
কিন্তু বাংলাদেশ ইনিংসের ৪৪তম ওভারে ধাক্কাটা লাগে। ওভারের দ্বিতীয় বলে প্রথম স্লিপে দাঁড়ানো দিমুথ করুনারাত্নের হাতে ধরা পড়েছেন তামিম। আউট হওয়ার আগে ১২ চারের মারে ১৫০ বলে ৯২ রান করেছেন তিনি।
সিরিজে দ্বিতীয়বারের মতো সেঞ্চুরির কাছে গিয়েও খালি হাতেই ফিরতে হলো তাকে।
অবশ্য এর আগে ব্যক্তিগত ৯১ ও ৯২ রানে শর্ট লেগের হাত থেকে জীবন পেয়েছিলেন তামিম।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইনিংসের ৬০ ওভার শেষে বাংলাদেশ দলের সংগ্রহ ৩ উইকেটে ২০৯ রান। ফর্মে থাকা অধিনায়ক মুমিনুল হক খেলছেন ৪৩ রানে। চতুর্থ উইকেট জুটিতে তাকে সঙ্গ দিতে নেমেছেন দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
তিনি অপরাজিত আছেন ৩৯ রানে। খেলেছেন ৫৭টি বল।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D