সিলেট ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৪ পূর্বাহ্ণ, নভেম্বর ৭, ২০২০
অনলাইন ডেস্ক
দক্ষিণ আফ্রিকার সাবেক ফাস্ট বোলার মরনে মরকেল এখন থাকেন অস্ট্রেলিয়ায়। সেই সুবাদে তিনি ২০২০ বিগ ব্যাশ লিগে একজন স্থানীয় খেলোয়াড় হিসেবে ব্রিসবেন হিটের হয়ে খেলবেন। অস্ট্রেলিয়ায় স্থানীয়ভাবে থাকার অনুমতি পাওয়ার পর পুরো মৌসুমে খেলার জন্য ব্রিসবেন হিটের সঙ্গে চুক্তি করেছেন মরকেল।
মরকেলের স্ত্রী জনপ্রিয় ক্রীড়া উপস্থাপক রোজ কেলি অস্ট্রেলিয়ার নাগরিক। ২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর স্ত্রী ও দুই সন্তানের সঙ্গে সিডনিতে থিতু হয়েছেন মরকেল। অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পেতে তার আরও কয়েক বছর সময় লাগতে পারে। তবে দেশটির স্থায়ী বাসিন্দা হিসেবে অনুমতি পেয়েছেন তিনি।
বিগ ব্যাশ লিগের নিয়ম অনুযায়ী, ‘পার্মানেন্ট রেসিডেন্সি’ পাওয়া ক্রিকেটাররা স্থানীয় হিসেবে বিবেচিত হবেন- যদি ক্রিকেট অস্ট্রেলিয়া ও অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন মনে করে যে, ওই ক্রিকেটার ভবিষ্যতে অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করতে পারেন এবং অন্য কোনো আইসিসি পূর্ণাঙ্গ সদস্য দেশকে প্রতিনিধিত্ব করবেন না বলে রাজি থাকেন। মরকেলের অন্য কোনো দেশের হয়ে খেলার সম্ভাবনা নেই বলেই অনুমতি পেয়েছেন।
মরনে মরকেল দক্ষিণ আফ্রিকার হয়ে ৮৬ টেস্ট, ১১৭ ওয়ানডে আর ৪৪টি টি-টোয়েন্টিতে অংশ নিয়ে পেস বোলিংয়ে শিকার করেছেন ৫৪৪ উইকেট। ২০১৮ সালের ফেব্রুয়ারির পর থেকেই জাতীয় দলে অনিয়মিত হয়ে যান ৩৬ বছর বয়সী এই ডানহাতি পেসার।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by ওয়েব নেষ্ট বিডি