এবার করোনা আক্রান্ত এমবাপ্পে

প্রকাশিত: ১০:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২০

এবার করোনা আক্রান্ত এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক :

মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কিলিয়ান এমবাপ্পে। ছোঁয়াচে ভাইরাসে আক্রান্ত হওয়ায় ক্রোয়েশিয়ার বিপেক্ষে আজ নেশন্স লিগের ম্যাচে দেখা যাবে না ফ্রান্সের এই তারকা ফুটবলারকে।

ফ্রান্সের টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, করোনা রিপোর্ট পাওয়ার পর তাকে পুরো দলের কাছ থেকে আলাদা করে বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে। শনিবার সুইডেনের বিপক্ষে ম্যাচের আগে পুরো দলের সঙ্গে আরও একবার এমবাপ্পের পরীক্ষা করা হবে।

সোমবার সন্ধ্যায় জাতীয় দলের অনুশীলন সেশন শুরু করার আগে এমবাপ্পে করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি জানতে পারেন। এ নিয়ে পিএসজির সপ্তম খেলোয়াড় হিসেবে এমবাপ্পে এ ভাইরাসে আক্রান্ত হলেন। গত সপ্তাহে প্রথম নেইমারের দেহে করোনার অস্তিত্ব ধরা পড়ে।

জাতীয় দলের ম্যাচ ছাড়াও বৃহস্পতিবার লেনসের বিপক্ষে পিএসজির লিগ ওয়ানের প্রথম ম্যাচেও খেলতে পারছেন না এমবাপ্পে। তার সঙ্গে আরও ছয়জন সতীর্থ অনুপস্থিত থাকবেন; যাদের মধ্যে অন্যতম হলেন- নেইমার ও দুই আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া ও লিওনার্দো পারেডেস।

লিগ ওয়ানের প্রটোকল অনুযায়ী কোনো খেলোয়াড় যদি পজিটিভ হয় তবে তাকে আট দিনের জন্য আইসোলেশনে থাকতে হবে। এ কারণে রোববার মার্সেইর বিপক্ষে ম্যাচেও এমবাপ্পে খেলতে পারবেন না।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল