এবার গাইলেন আরেক খ্যাতিমানের গান

প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৯

এবার গাইলেন আরেক খ্যাতিমানের গান

বিনোদন ডেস্কঃঃ  সংগীতশিল্পী লুইপা ছোটবেলা থেকেই দেশের খ্যাতিমান শিল্পীদের পাশাপাশি ভারতের বিখ্যাত শিল্পীদের গানও নিয়মিত শুনতেন। আর সে সূত্রেই তাদের গানের প্রতি এক ধরনের ভালোবাসা তৈরি হয়ে যায় তার। সে ভালোবাসা থেকেই এর আগে খ্যাতিমান শিল্পী বেগম আখতার ও কনকচাঁপার গান কাভার সং হিসেবে গেয়েছিলেন লুইপা। এবার তিনি কণ্ঠে তুলে নিলেন আরেক খ্যাতিমানের গান। তিনি হচ্ছেন চিত্রা সিং। এই শিল্পীর গান এবার নিজের কণ্ঠে শ্রোতা দর্শককে উপহার দিলেন লুইপা। তার কণ্ঠে চিত্রা সিংয়ের বহুল জনপ্রিয় গান ‘আমার চোখের জলের মাঝে’ সেলন মিউজিক লাউঞ্জের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে সম্প্রতি। এটি প্রকাশের পরপরই লুইপা প্রশংসায় ভাসছেন।

কাজল/১৭/১২/২০১৯