১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২৪
নিউজ ডেস্ক:
ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মাওলানা মুফতি সৈয়দ ফয়জুল করীম চরমোনাই পীর শনিবার (৭ ডিসেম্বর) জকিগঞ্জ আসছেন। ওইদিন বিকাল ৩টায় জকিগঞ্জ টাউন ঈদগাহ মাঠে বাংলাদেশ মুজাহিদ কমিটি জকিগঞ্জ উপজেলা শাখা আয়োজিত ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরে প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি।
তাঁর আগমনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন উপজেলা মুজাহিদ কমিটি ও ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ।এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে জকিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও মুজাহিদ কমিটি জকিগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ।
মতবিনিময়কালে নেতৃবৃন্দ বলেন, জকিগঞ্জ শহরে প্রথমবারের মতো মুফতি সৈয়দ ফয়জুল করীম চরমোনাই পীর মাহফিলে উপস্থিত হয়ে বয়ান করবেন। দেশের আলোচিত অন্যতম ইসলামিক নেতার আগমন উপলক্ষে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। চরমোনাই পীর সাহেবকে বরন করতে সীমান্ত উপজেলার আপামর জনসাধারণ অধীর আগ্রহে রয়েছেন।
নেতৃবৃন্দ জানান, বিকাল ৩টায় মুফতি সৈয়দ ফয়জুল করীম চরমোনাই পীরকে জকিগঞ্জের আটগ্রাম বাসষ্টেশন থেকে ইসলামী আন্দোলন ও বাংলাদেশ মুজাহিদ কমিটির নেতৃবৃন্দসহ তৌহিদী জনতা মোটর শুভাযাত্রা করে আমলশীদ ত্রী-মোহনা এবং সুরমা-কুশিয়ারা নদীর বিভিন্ন স্থানের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করবেন। বাদ মাগরিব জকিগঞ্জ টাউন ঈদগাহ মাঠে ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরে প্রধান অতিথির বয়ান করবেন। মাহফিলকে সফল করতে ইতোমধ্যে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে সাংবাদিকদের জানান নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সহ সভাপতি মো. নুরুল আমীন, জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি হেকিম মো. শিহাব উদ্দিন, সেক্রেটারি মাওলানা জয়নুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল মান্নান, মাওলানা লুৎফুর রহমান শামীম ও আব্দুল খালিক প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D