দর্শক মাতাতে এলো শাকিবের ‘ঈদ মোবারক’ গান (ভিডিও)

প্রকাশিত: ২:৪৮ পূর্বাহ্ণ, জুন ২, ২০১৯

দর্শক মাতাতে এলো শাকিবের ‘ঈদ মোবারক’ গান (ভিডিও)

বিনোদন ডেস্কঃঃ ‘পাসওয়ার্ড’ সিনেমার পাগল মনের পর এবার দর্শক  মাতাতে এলো শাকিব ও বুবলীও ইমনের ‘ঈদ মোবারক’ শিরোনামের আরও এক গান। মালেক আফসারি পরিচালিত  ঈদের ছবি পাসওয়ার্ড এর গান এটি। গানটি গেয়েছেন আকাশ কথা লিখেছেন প্রিয় চট্রপাধ্যায়।

গানটি শাকিব খানের নিজস্ব প্রযোজনা সংস্থা এসকে ফিল্মসের ইউটিউব চ্যানেলে শনিবার ১জুন সকালে প্রকাশ করা হয়েছে।এর আগে সিনেমার ট্রেলার প্রশংসিত হয়।

থ্রিলারধর্মী ছবিটির রোমান্টিক এ গানটির গায়ক অশোক সিং। গানের কথা ও মিউজিক করেছেন লিংকন।  মনোমুগ্ধকর নাচে  গানটি  শাকিবভক্তদের মাঝে ছড়াচ্ছে ঈদের আবহ।

গান নিয়ে শাকিব খান বলেন, ‘আমি জানি আমার ভক্তরা আমার কাছে কেমন ছবি চান। আমিও তাদের সে চাওয়াকে সম্মান জানিয়ে সেভাবে করার চেষ্টা করছি। দর্শকদের চাহিদার কথা ভেবেই বিগ বাজেটে তুরস্কের মতো দেশের মনোরম লোকেশনে এইগানটি ছাড়া তটি শুটিং করি। চাইলে গানগুলো আশপাশের দেশেও করা যেতো। কিন্তু আমি চাইছি দর্শকদের সন্তুষ্টির জায়গাটা পূর্ণ করতে। আশা করি গানের মতো ছবিটিও তাদের প্রত্যাশা পূর্ণ করবে।’

একটি মিশনকে কেন্দ্র করে এগিয়েছে ‘পাসওয়ার্ড’ ছবির গল্প। ছবিটি নির্মিত হয়েছে এসকে ফিল্মসের (শাকিব খান ফিল্মস) ব্যানারে। ‘হিরো দ্য সুপারস্টার’ ছবির সাফল্যের পর ‘পাসওয়ার্ড’ ছবির মাধ্যমে আবারও অর্থ লগ্নি করলেন শাকিব খান।

ঈদ মোরাবক গানের ভিডিও দেখুন-

 

সিদি/২জুন ১৯/জুনেদ