এবার পার্টি গার্ল

প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৯

এবার পার্টি গার্ল

বিনোদন ডেস্কঃঃ  স্বাগতা বরাবরই বৈচিত্র্যপূর্ণ চরিত্র নিয়ে পর্দায় হাজির হন। এবার পার্টি গার্ল হিসেবে দর্শকরা তাকে দেখতে পাবেন। স্বাগতা এ প্রসঙ্গে বলেন, গিয়াস উদ্দিন সেলিমের পচিালনায় একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছি। এর নাম ‘থ্রি কিসেস’। চলতি মাসের শেষদিকে এর শুটিং শুরু হবে। সারাক্ষণ ফুর্তি নিয়ে থাকা একটি মেয়ের চরিত্র। এককথায় বলতে গেলে একজন পার্টি গার্ল।
আশা করি, দর্শকরা আমার চরিত্রটি পছন্দ করবেন।

ওয়েব প্লাটফর্ম হইচই প্রতিবছর ভালোবাসা দিবস উপলক্ষে ‘পাঁচফোড়ন’ শিরোনামে পাঁচটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের সিরিজ নির্মাণ করে। পাঁচটির মধ্যে এটি থাকছে এবার। এতে মনির খান শিমুলও অভিনয় করবেন। এদিকে স্বাগতা সম্প্রতি ‘ফাদার ওয়েডস মাদার’ নামে একটি ওয়েব ফিল্মে অভিনয় করেছেন। মাসুদ জাকারিয়া সাবিন এটি পরিচালনা করেছেন। এতে তার বিপরীতে এফ এস নাঈম অভিনয় করেছেন। একক নাটকের বাইরে রিদম খান শাহীনের ‘পাগলের সুখ মনে মনে’ শিরোনামের নতুন একটি ধারাবাহিকেও অভিনয় করছেন স্বাগতা।