এবার বিপিএলের নাম “বঙ্গবন্ধু বিপিএল ২০১৯”

প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০১৯

এবার বিপিএলের নাম “বঙ্গবন্ধু বিপিএল ২০১৯”

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের ২০১৯ সালের আসরটি কোনো ফ্র্যাঞ্চাইজি ছাড়াই অনুষ্ঠিত হবে। এমনটিই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট নামজুল হাসান পাপন। যেখানে বিসিবির নিজস্ব আয়োজনে আসরটির নাম দেওয়া হবে বঙ্গবন্ধু বিপিএল ২০১৯।

বুধবার (১১ সেপ্টেম্বর) মিরপুরে বিসিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান পাপন।

আসছে ডিসেম্বরে বিপিএল মাঠে গড়ানোর কথা রয়েছে। তবে একই বছর দুটি আসরসহ ফ্র্যাঞ্চাইজি মালিকরা আরও বেশ কয়েকটি ব্যাপারে আপত্তি জানিয়েছে। ফলে বিসিবি এবারের আসরটি সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে আয়োজন করবে বলে জানায়। তবে স্পন্সররা কোনো দলের প্রতি আগ্রহ দেখালে সেটিতে বাধা দেবে না বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থা।

এ প্রসঙ্গে পাপন বলেন, ‘আমরা বিপিএলের সকল খরচ বহন করবো এবারের আসরে। আর সাতটি দল নিয়েই অনুষ্ঠিত হবে এবারের বঙ্গবন্ধু বিপিএল।’বিপিএলের আগের চক্র শেষ হওয়ার পর নতুন চক্র শুরুর আগে প্রতিটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে বসেছিল বিপিএল গভর্নিং কাউন্সিল। সেই বৈঠকে প্রতিবেশী দেশ ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল মতো বাংলাদেশের ফ্র্যাঞ্চাজির অধিকাংশই লাভের অংশ চেয়েছিলেন। ধারনা করা হচ্ছে এই কারনেই বিসিবি সকল খরচ নিজেরা বহন করার সিদ্ধান্ত নিয়েছেন। যেন ফ্র্যাঞ্চাইজিদের বাড়তি অর্থ খরচও করতে না হয় এবং তাদের লভ্যাংশ আশা করার সুযোগও তৈরি না হয়।

আগামী ৩ ডিসেম্বর বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। আর ৬ ডিসেম্বর প্রথম ম্যাচ মাঠে গড়ানোর কথা রয়েছে।

স্পোর্টস ডেস্ক

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল