১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০১৯
কলকাতার রানাঘাট স্টেশনে লতা মঙ্গেশকরের গান গেয়ে ভাইরাল হওয়া রানু মণ্ডলের মতো আরেক রানুর দেখা মিলেছে হলিউডে। গান গেয়ে ভাইরাল হয়েছেন এমিলি নামের ওই নারী।
ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলেস স্টেশনে গান গেয়ে ভাইরাল হয়েছেন এক ভিখারি। নাম এমিলি। শূন্য স্টেশনে দাঁড়িয়ে এমিলির অপেরা গান মন জয় করে নিয়েছে অন্তর্জালবাসীকে।
প্রতিবেদন অনুযায়ী, স্টেশন দিয়ে যাওয়ার সময় হঠাৎ এক যাত্রী এমিলির গান শুনতে পান। পরে তিনি তা মুঠোফোনে রেকর্ড করেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। রাতারাতি ভাইরাল হয় এমিলির গান। গল্প যেন রানাঘাটের রানুর মতোই।
ভিডিওটি এ পর্যন্ত ১.১৫ মিলিয়নের বেশিবার দেখা হয়েছে। মন্তব্য-ঘরে অনেকেই লিখেছেন, প্রচারের অভাবে এভাবেই হয়তো লুকিয়ে আছে কত অজানা প্রতিভা। পরে ওই স্টেশনে এমিলির খোঁজে হাজির হন গণমাধ্যমকর্মীরা।
এমিলি জানান, তার বয়স ৫২ বছর। গান না শিখলেও বেহালা ও পিয়ানো বাজানো শিখেছিলেন তিনি। মাত্র ২৪ বছর বয়সে রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রে যান তিনি। একসময় জীবনে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে স্টেশনে ও রাস্তায় গান করে ভিক্ষা করে দিন কাটান।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D