এমপি সামাদের পক্ষথেকে ‘মাইজগাঁও ইউনিয়ন ছাত্রলীগের খাদ্য সহায়তা প্রদান

প্রকাশিত: ১:৫২ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২০

এমপি সামাদের পক্ষথেকে ‘মাইজগাঁও ইউনিয়ন ছাত্রলীগের খাদ্য সহায়তা প্রদান
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
মাইজগাঁও ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে অসহায় ও হতদরিদ্র মানুষের বাড়ীতে খাদ্য সামগ্রী পৌছে দিল ২নং মাইজগাঁও ইউনিয়ন ছাত্রলীগ।
এতে উপস্থিত ছিলেন ২নং মাইজগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি দেবব্রত পাল দ্বীপ, সাধারণ সম্পাদক – খালেদ আহমদ৷, সিনিয়র সহ সভাপতি – শামীম আহমদ, সহ সভাপতি – মাহমুদুল হাসান চৌধুরী, আশরাফুল ইসলাম সৌরভ, যুগ্ম সাধারণ সম্পাদক – মামুন মির্জা, সাংগঠনিক সম্পাদক – জাবেদ আহমদ,হুসেন আহমদ অপু, শাহীন পাটোয়ারী,হাসান আহমদ সহ প্রমুখ।
মাইজগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি দেবব্রত পাল দ্বীপ জানান,জননেতা মাহমুদ-উস-সামাদ চৌধুরী এমপি মহোদয়ের নির্দেশে ৬০ টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করেছে মাইজগাঁও ইউনিয়ন ছাত্রলীগ এছাড়াও করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকে ইউনিয়নের প্রতিটি বাজারে বাজারে জীবানুনাশক স্প্রে করেছিল ইউনিয়ন ছাত্রলীগ
এ প্রসঙ্গে ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক – এ. এম. ফারহান সাদিক বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এর পর থেকে এখন পর্যন্ত ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগ ও এর অন্তর্গত প্রত্যেকটি ইউনিট অসহায় মানুষের পাশে কাজ করে যাচ্ছে। সিলেট-৩ আসনের গণমানুষের নেতা- জননেতা মাহমুদ উস সামাদ চৌধুরী’র দিকনির্দেশনা অনুযায়ী প্রত্যেকটি ইউনিয়ন ছাত্রলীগ তাদের এই কাজ অব্যাহত রাখবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল