২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২৫
ডেস্ক রিপোর্ট : গেল ১১ আগষ্ট, এমসি কলেজ ছাত্রদল কাউন্সিলের মধ্যদিয়ে সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত করেন। সেইদিন দায়িত্বে থেকে সরে দাড়ান কলেজ ছাত্রদলের আহবায়ক সেলিম আহমদ সাগর, সদস্য সচিব মোহামিনুল হক তপুসহ আহবায়ক কমিটির নেতৃবৃন্দ। আজ ২১ আগষ্ট এমসি কলেজ ছাত্রদলের ১৮১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন করেন সিলেট মহানগর ছাত্রদল। কমিটি প্রকাশ হওয়ার পর পরই সামাজিত যোগাযোগ মাধ্যমে অনেকে মিশ্র প্রতিক্রিয়া দেখান। বিশেষ করে কলেজ ছাত্রদলের সদ্যসাবেক আহবায়ক সেলিম আহমদ সাগরের লেখাটা উল্লেখযোগ্য। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে স্ট্যাটাস দেন তা হুবহু তুলে ধরছি।
১৮১ সদস্য বিশিষ্ট এমসি কলেজ ছাত্রদলের কমিটি!
চ্যালেঞ্জ করে বলছি! এমসি কলেজ ছাত্রদলের এ পর্যন্ত যতগুলো প্রোগ্রাম হয়েছে কমিটির ৭০ ভাগ একটি প্রোগ্রামেও এটেন্ড করেনি! তাদেরকে চিনিও না। অথচ তারা ভালো ভালো জায়গায় এমনকি অনেক অছাত্রকে রাখা হয়েছে। কলেজের প্রোগ্রামে না থাকলেও যে কমিটিতে ভালো জায়গায় থাকা যায়, আজকের কমিটি না হলে বুঝতাম না। আর যারা প্রায় সবসময় প্রোগ্রামে ছিলো এদেরকে মাইনাস করতে আপনাদের বিবেকে বাধলো না? দীর্ঘ সময় দায়িত্বে থাকার সুবাধে প্রায় সবাইকে আমি পার্সোনালি চিনি। কে কয়টি প্রোগ্রামে ছিলো ভালোমতো জানা আছে আমার। আপনাদের কাছেও নিশ্চয় তা থাকার কথা। কমিটিতে দেওয়ার আগে যদি কলেজ প্রোগ্রামের একটি ছবিও দিতে বলতেন ৭০ ভাগ দিতে পারতো না। কলম আপনাদের তাই সিদ্ধান্তও নিয়েছেন মনগড়া। দীর্ঘ সময় কলেজের দায়িত্বে থাকার জন্য হলেও একবারের জন্য হলেও বসার সময় দিতে পারতেন। দায়িত্বে থাকাবস্থায় আল্লাহর কসম জেনে-বুঝে কারো প্রতি অবিচার করিনি। যতদিন দায়িত্বে ছিলাম ততদিন কে কোন গ্রুপ করতো খুঁজতাম না৷ ক্যাস্পাসের ভেতর কোনো গ্রুপিং করতে দিতাম না। গত দুইদিন আগে এক ছোট ভাই তার বন্ধুকে কথায় কথায় বলছিলো কমিটিতে আসতে চায়। ব্যাশ তার বড় ভাই সাথে সাথে বললো সে তার বলয়ের না৷ তাই তাকে সে আনতে পারবে না। অথচ ছেলেটি জুলাই আন্দোলন সহ ৫ তারিখের পরেও কলেজের সকল প্রোগ্রামে উপস্থিত ছিলো৷ কিন্তু ভাগ্যের কি নির্মম খেলা, তার নামটা সদস্য পর্যন্ত রাখা হয়নি! যে ছেলেগুলো কলেজে শ্রম দিয়েছে তাদের প্রাপ্যটুকু নিশ্চয় আল্লাহ্ পাক কোনো না কোনো ভাবে দিবেন। শেষে তিনি লিখেন, আর আপনাদের কাছ থেকে আজ অনেক কিছু শিখলাম।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D