এম.পি সামাদ চৌধুরী’র নির্দেশে অসহায় মানুষের পাশে ‘৩নং ঘিলাছড়া ইউনিয়ন ছাত্রলীগ’

প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২০

এম.পি সামাদ চৌধুরী’র নির্দেশে অসহায় মানুষের পাশে ‘৩নং ঘিলাছড়া ইউনিয়ন ছাত্রলীগ’
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
ফেঞ্চুগঞ্জ উপজেলা’র ৩নং ঘিলাছড়া ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে অসহায় ও হতদরিদ্র মানুষের বাড়ীতে খাদ্য সামগ্রী পৌছে দিলেন ছাত্রলীগ নেতৃবৃন্দ।
ত্রান কার্যক্রম উদ্বোধন করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ. এম. ফারহান সাদিক। এতে উপস্থিত ছিলেন ৩নং ঘিলাছড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান চৌধুরী বাবেল, সহ সভাপতি- আদনান রাসেল, জামাল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক – আরাফাত শুভ, ফারুক আহমদ, রুশমত আহমদ সহ প্রমুখ।
ঘিলাছড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান চৌধুরী জানান, সিলেট-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা মাহমুদ উস সামাদ চৌধুরী’র সঠিক পরামর্শ ও ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের দিকনির্দেশনা অনুযায়ী আমরা ইউনিয়ন ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী আর্তমানবতার সেবায় কাজ করে যাবো। ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারহান সাদিক -কে ধন্যবাদ জানাই সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করার জন্য।
এ প্রসঙ্গে ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক – এ. এম. ফারহান সাদিক বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এর পর থেকে এখন পর্যন্ত ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগ ও এর অন্তর্গত প্রত্যেকটি ইউনিট অসহায় মানুষের পাশে কাজ করে যাচ্ছে। সিলেট-৩ আসনের গণমানুষের নেতা- জননেতা মাহমুদ উস সামাদ চৌধুরী’র দিকনির্দেশনা অনুযায়ী প্রত্যেকটি ইউনিয়ন ছাত্রলীগ তাদের এই কাজ অব্যাহত রাখবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল