১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২০
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় এলডিপি সদস্য আবুল কাশিম রাসেলের ওপর হামলা চালিয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। গত মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেন এলডিপি সদস্য রাসেল। রাসেলের উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের কুমারশাইল গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) সদস্য রাসেলের সাথে দীর্ঘদিন ধরে একই ইউনিয়নের আওয়ামী লীগ নেতাকর্মীদের রাজনৈতিক বিরোধ চলছে। মঙ্গলবার সন্ধ্যায় রাসেল তার আপন ভাই হাসান আহমদের বাড়ি থেকে স্থানীয় শাহবাজপুর বাজারে যাচ্ছিলেন। পথে বীর মুক্তিযোদ্ধা মতিন মিয়ার বাড়ির সামনে রাস্তায় পৌঁছামাত্র ২টি মোটরসাইকেলযোগে আওয়ামী লীগের ৫ জন নেতাকর্মী তার পথরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই তারা দেশীয় অস্ত্রশস্ত্রসহ রাসেলের ওপর হামলা চালায়। তারা রাসেলকে বেধড়ক পিটিয়ে মৃতভেবে ফেলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘটনার বিষয়ে জানতে আহত আবুল কাশিম রাসেলের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘স্থানীয় আওয়ামী লীগের সদস্যরা অনেকদিন থেকে আমাকে এলডিপি ত্যাগ করে তাদের দলে যোগ দেওয়ার জন্য চাপ দিচ্ছে। ইতিপূর্বে দুইবার তারা আমাকে প্রাণে হত্যার হুমকি দিয়েছে। তাদের কথা না মানায় তারা আমার ওপর হামলা চালিয়েছে এবং বেধড়ক পিটিয়েছে। তারা হত্যার উদ্দেশ্যে আক্রমণ করেছে এবং অজ্ঞান হয়ে যাওয়ায় তারা আমাকে মৃতভেবে রাস্তায় ফেলে চলে যায়। হামলাকারীদের চিনতে পেরেছি। নিরাপত্তাজনিত কারণে মামলা দায়েরের পূর্বে তাদের নাম প্রকাশ করছি না।’
জানতে চাইলে উত্তর শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় চেয়ারম্যান আহমদ জুবায়ের জুবায়ের লিটন বলেন, ‘আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমরা কখনোই সহিংসতায় বিশ্বাসী নই। এই ধরনের ঘটনার সাথে আমাদের দলের কেউ জড়িত থাকার প্রশ্নই আসেনা। সত্যিই হামলা হয়ে থাকলে আমি আমার দলের পক্ষ থেকে এর নিন্দা জানাই। তিনি আরও যোগ করেন, সরকারের চলমান উন্নয়ন কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করার জন্য ও আওয়ামী লীগের সুনাম নষ্ট করার জন্য বিরোধী দলগুলো নানা রকম ষড়যন্ত্র করে থাকে।’ এখানেও তেমন কিছু হয়েছে কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানান তিনি।
উত্তর শাহবাজপুর এলডিপির আহ্বায়ক এ হালিম বলেন, ‘দেশের মানুষ এই স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের অত্যাচারে অতিষ্ট। যারাই তাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, তাদেরকেই তারা তাদের অনুগত সরকারি এজেন্সির মাধ্যমে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠায় অথবা বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে বিচারবহির্ভূত হত্যার মাধ্যমে খুন করে। আবুল কাশিম রাসেল আমাদের দলের একজন নিবেদিত ও পরিশ্রমী সদস্য। তার উপর আওয়ামী লীগ নেতাকর্মীদের ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ খোরশেদ আলম বলেন, ‘এ ধরণের কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D