এসএসসির প্রথম দিনে সিলেট বোর্ডে অনুপস্থিত ৩৫৮

প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২০

এসএসসির প্রথম দিনে সিলেট বোর্ডে অনুপস্থিত ৩৫৮

নিজস্ব প্রতিবেদক:
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষার (এসএসসি) প্রথম দিনে সিলেটে অনুপস্থিত ছিলেন ৩৫৮ পরীক্ষার্থী। তবে বহিষ্কারের কোনো ঘটনা ঘটেনি। সোমবার (৩ ফেব্রুয়ারি) সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবির আহমদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সিলেট শিক্ষা বোর্ডের অধীনে চার জেলার মধ্যে সিলেটে ৫৮ কেন্দ্রে ৩৪ হাজার ২৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৪ হাজার ১৫১ জন উপস্থিত হন। অনুপস্থিত ছিলেন ১৩৪ জন। হবিগঞ্জে ৩১ কেন্দ্রে ১৯ হাজার ১৯৮ জন পরীক্ষার্থী ছিলেন। এর মধ্যে ১৯ হাজার ১৩৩ জন উপস্থিত হন এবং অনুপস্থিত ছিলেন ৬৫ জন। মৌলভীবাজার জেলায় ২৬ কেন্দ্রে ১৯ হাজার ১৯৩ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত হন ১৯ হাজার ১৩০ জন। অনুপস্থিত ছিলেন ৬৩ জন। সুনামগঞ্জে ৩১ কেন্দ্রে ১৯ হাজার ৫৫০ জন শিক্ষার্থীর মধ্যে ১৯ হাজার ৪৫৪ জন উপস্থিত ছিলেন এবং অনুপস্থিত থেকেছেন ৯৬ জন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল