সিলেট ৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৮ পূর্বাহ্ণ, অক্টোবর ২৭, ২০২০
স্পোর্টস ডেস্ক
সোমবার বৃটিশ ট্যাবলয়েড দ্য সানে প্রকাশ হয়, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ইসলামবিদ্বেষী মন্তব্যের পর ফ্রান্সের জার্সিতে আর খেলবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন দেশটির মুসলিম তারকা ফুটবলার পল পগবা।
বিষয়টি নিয়ে ফুটবলবিশ্বে তোলপাড় চলছে। সোশ্যাল মিডিয়াতেও দিনব্যাপী বিষয়টি তুমুল চর্চিত।
যদিও দিন শেষে এমন খবর অস্বীকার করে তা ভুয়া সংবাদ বলে উড়িয়ে দিয়েছেন পল পগবা।
এমন কোনো বক্তব্য তিনি দেননি বলে জোর দাবি করেছেন পগবা। শুধু তাই নয়, কোনোরকম সত্যতা যাচাই না করে সংবাদ প্রকাশ করায় সংবাদমাধম দ্য সানের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই মিডফিল্ডার।
তাকে নিয়ে দ্য সানে প্রকাশিত সংবাদটি ভুয়া জানিয়ে নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজে বিশদ পোস্ট দেন পল পগবা। যেখানে দ্য সানকে ধুয়ে দেন পগবা।
এছাড়া ভুয়া খবর সংবাদ প্রচারের জন্য দ্য সানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন বলেও হুমকি দেন ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার।
বাংলাদেশ সময় সোমবার সন্ধ্যায় নিজের ইনস্টাগ্রামে পগবা লেখেন, ‘দ্য সান আবারও একই কাজ করল। আমার সম্পর্কে তারা শতভাগ মিথ্যা একটি সংবাদ প্রকাশ করল, যেটা এরই মধ্যে বিশ্বময় ছড়িয়ে পড়েছে। অথচ এ ধরনের কোনো কথা আমি কখনো বলিনি। চিন্তাও করিনি। আমি হতবাক, ক্ষুদ্ধ, বিস্মিত এবং হতাশ হয়েছি। এই সংবাদের কারণে। ভূয়া ও মিথ্যা শিরোনাম দিয়ে তারা আমাকে ফ্রান্সে চলমান স্পর্শকাতর ইস্যুর সঙ্গে যুক্ত করেছে। ফ্রান্সের বর্তমান পরিস্থিতিতে আমার ফুটবল খেলার সঙ্গে ধর্মবিশ্বাসকে টেনে এনেছে।’
এরপর পগবা লেখেন, ‘আমি সব সময়ই সব ধরনের সন্ত্রাস এবং সহিংসতার বিপক্ষে। আমার ধর্ম অবশ্যই সব সময় শান্তি ও ভালোবাসার এবং অবশ্যই সম্মান পাওয়ার যোগ্য। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কিছু মিডিয়া সংবাদ পরিবেশনের ক্ষেত্রে দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে না। তারা কোনোভাবে যাচাই না করেই সংবাদ লিখছে। তারা এমন গুজবের সৃষ্টি করছে, যা আমার ব্যক্তিগত জীবনকে মারাত্মকভাবে ব্যাহত করছে। আমি এই ভুয়া সংবাদ প্রকাশক এবং প্রচারকের বিপক্ষে আইনি পদক্ষেপ গ্রহণ করব।’
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by ওয়েব নেষ্ট বিডি