১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০১ পূর্বাহ্ণ, নভেম্বর ৫, ২০১৬
গত শুক্রবার আনুমানিক রাত দশটায় উগ্র মুসলিম জনতার আক্রমনের শিকার হন তিনি ও তার পরিবার। প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানা যায় যে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে প্রায় দেড় থেকে দুই শক জন উগ্রজনতা তাণ্ডবলীলা চালায় ব্লগারের বাড়িতে। ব্লগার রুবেল চন্দ্র দাস অপর দুই ভাই সহ পালিয়ে যেতে সক্ষম হলেও হামলায় গুরুতর আহত হয়েছেন তার পিতা মাতা ও ছোট ভাই। মৃত্যুর কোলে ঢলে পড়েছেন তার অসুস্থ ঠাকুরমা।
দীর্ঘদিন ধরে লেখালেখি করা ব্লগার রুবেল চন্দ্র দাস ২০১৩ সালে মৌলবাদীদের দ্বারা হামলার শিকার হয়েছিলেন। তারপর দীর্ঘদিন নিখোঁজ থাকা গনজাগরণ মঞ্চের এই কর্মীর কবিতা ও স্লোগানের উপর বরাবরের মতই ক্ষিপ্ত ছিল উগ্র- মৌলবাদী সমাজ। বার বার হুমকি ধামকি উপেক্ষা করে লিখে যাওয়া এই কবি এবার পুরো পরিবার সহ সন্ত্রাসবদের শিকার হলেন ব্লগে লেখা তার “ভাংগা মূর্তি” নাম তার কবিতার জন্যে।
স্থানীয় মুসল্লী ও হেফাজত ইসলামের নেতাদের ভাস্যমতে ব্লগার রুবেল চন্দ্র দাস একজন নাস্তিক যিনি দীর্ঘ দিন ধরেই তার কবিতা বা লেখালেখির মাধ্যমে বার বার ইসলামের ধর্মানুভুতিতে আঘাত দিয়ে আসছেন। তারা রুবেল দাসের উপযুক্ত বিচার চান।
এদিকে হবিগঞ্জ গণজাগরণ মঞ্চ এর সংগঠক হুমায়ুন খান রুবেল চন্দ্র দাস ও তার পরিবারের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।
পীযুষ চক্রবর্তী বলেন, এই আক্রমন মুক্তবুদ্ধির উপর আক্রমন। সারাদেশব্যপী ব্লগার শুণ্য করার অভিযানের অংশ।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D