১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২১
মৌলভীবাজার ও বড়লেখা প্রতিনিধি: : ওয়াজ মাহফিলের চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ীর দোকানে ভাংচুর ও হামলার ঘটনায় আহত যুবক মিজান উদ্দিন মারা গেছেন। আজ শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সকালে চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে তিনি মারা যান।নিহত মিজান মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের মুর্শিবাদকুরা গ্রামের ধলাই মিয়ার ছেলে। এ ঘটনায় ধলাই মিয়া বাদী হয়ে বড়লেখা থানায় শুক্রবার বিকেলে দুজনের নামে হত্যা মামলা করেছেন
মামলার আসামিরা হচ্ছেন- মুর্শিবাদকুরা গ্রামের মনোরঞ্জন দাসের ছেলে স্মৃতি এন্টারপ্রাইজের পরিচালক বিষ্ণু দাস (৩৬) ও তার ছোট ভাই সেবুল দাস (৩২)।
এদিকে মিজান উদ্দিন নিহতের ঘটনায় শুক্রবার দুপুরে প্রায় শতাধিক লোকজন মনোরঞ্জন দাসের বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। হামলা চলাকালে মনোরঞ্জন দাস হার্ট অ্যাটাক করেন। তাকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৪ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে উপজেলার তালিমপুর ইউনিয়নের কাননগোবাজারের স্মৃতি এন্টারপ্রাইজে ওয়াজের চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটে। চাঁদা দেওয়া না দেওয়াকে কেন্দ্র করে দোকানে হাতাহাতির এক পর্যায়ে স্মৃতি এন্টারপ্রাইজের মালিক বিষ্ণু দাস ও তার ভাইয়ের হামলায় মিজান উদ্দিন আহত হয়েছেন। এঘটনায় উপস্থিত লোকজন ওই সময় স্মৃতি এন্টারপ্রাইজে ব্যাপক ভাংচুর চালায়।
পরে স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় আহত মিজান উদ্দিনকে উদ্ধার করে চিকিৎসার জন্যে প্রথমে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরবর্তীতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৪ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে তালিমপুর ইউনিয়নের কাননগোবাজারের স্মৃতি এন্টারপ্রাইজে ওয়াজ মাহফিলের জন্য ওই এলাকার বাসিন্দা জনৈক ইকবাল হাসান পুলক ও টিপু হায়দারের নেতৃত্বে একদল যুবক চাঁদা তুলতে যান। সেখানে তারা দোকানের পরিচালক বিষ্ণু দাসকে ৩০ হাজার টাকা চাঁদা দিতে বলেন। কিন্তু স্মৃতি এন্টারপ্রাইজের পরিচালক বিষ্ণু দাস তার আর্থিক সংকটের কথা জানিয়ে ৫ হাজার টাকা দেওয়ার কথা জানান। কিন্তু ইকবাল হাসান পুলক ও টিপু হায়দার ওই টাকা নিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে হাতাহাতির সময় স্মৃতি এন্টারপ্রাইজের মালিক বিষ্ণু দাস ও তার ভাইয়ের হামলায় স্থানীয় বাসিশা ধলাই মিয়ার ছেলে মিজান উদ্দিন গুরুতর আহত হন। এসময় উপস্থিত লোকজন স্মৃতি এন্টারপ্রাইজে ব্যাপক ভাংচুর চালায়। সে সময় বিষ্ণু দাস ও তার ভাই সেবুল দাস ঘটনা স্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে বড়লেখা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শ করেছে। তারা এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করে চলে যায়। তবে এই ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।
এদিকে স্থানীয়রা মিজানকে উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে মিজান উদ্দিন মারা যান। তার মৃত্যুর খবরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওইদিন জুমার নামাজের পর শতাধিক স্মৃতি এন্টারপ্রাইজের পরিচালক বিষ্ণু দাসের বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। হামলা চলাকালে বিষ্ণুর বাবা মনোরঞ্জন দাস হার্ট অ্যাটাক করেন। তাকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে ইকবাল হাসানের পুলক সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি জানান, তিনি ও টিপু হয়দারসহ গ্রামের কয়েকজন ধর্মপ্রাণ যুবক বিষ্ণুর দোকানে বার্ষিক ওয়াজ মাহফিলের চাঁদা তুলতে যান। সেখানে দোকানের মালিক বিষ্ণু দাস ইসলাম ধর্ম নিয়ে কটাক্ষ করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে বিষ্ণু দাসের নির্দেশে তার ছোট ভাই সেবুল দাস ধারালো টিন কার্টার দিয়ে মিজান উদ্দিনকে আঘাত করে। এরপর দুই ভাই পালিয়ে যায়। মিজান চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মারা গেছে। এলাকার লোকজন প্রতিবাদ করেছে। তবে বিষ্ণুর বাড়িতে হামলা করা হয়নি। এটা মিথ্যা অভিযোগ
ঘটনার বিষয়ে বক্তব্য জানতে বিষ্ণু দাসের মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হয়। মোবাইল ফোন বন্ধ থাকায় এই বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
তবে বিষ্ণু দাসের মায়ের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার ছেলেরা কোনো অপরাধ করেনি। ইকবাল হাসান পুলক ও টিপু হায়দার আমাদের ব্যবসা প্রতিষ্ঠান দখল করার জন্য দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করছিল। তারা পরিকল্পনা করে এই মিজানের উপর হামলার ঘটনা ঘটিয়েছে। শুনেছি মিজান মারা গেছে। এরপর তারা আমাদের বাড়িতে হামলা ও ভাংচুর চালিয়েছে। আমার অসুস্থ্য স্বামী হার্ট অ্যাটাক করেছেন। তাকে নিয়ে আমি এখন সিলেটে হাসপাতালে যাচ্ছি।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা বড়লেখা থানার এসআই ফরিদ আহমদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিষ্ণু দাস ও তার ভাইয় সেবুল দাসের হামলায় আহত মিজান মারা গেছেন। এঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে।পুলিশ বিষ্ণু দাস ও তার ভাইকে গ্রেপ্তার করতে বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছি।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D