‘ওরা কী বলল তাতে আমাদের কিছু যায়-আসে না’

প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২০

‘ওরা কী বলল তাতে আমাদের কিছু যায়-আসে না’

স্পোর্টস ডেস্ক :

সফরের আগেই বাংলাদেশ দলকে দেখে নেয়ার হুমকি দিয়ে রেখেছে শ্রীলংকা। লংকান প্রধান নির্বাচক অশান্ত ডি মেল সম্প্রতি বলেছেন, টাইগারদের পেস আক্রশন দিয়েই ঘায়েল করতে চান তারা।

বাংলাদেশ দলকে নিয়ে করা শ্রীলংকান প্রধান নির্বাচকের সেই মন্তব্যটি ফলাও করে প্রকাশ করেছে দ্য আইল্যান্ড পত্রিকা। ডি মেলের সেই মন্তব্য নিয়ে বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক সৌরভ বলেছেন, ওরা কী বলল না বলল, তাতে এই মুহূর্তে আমাদের কিছু যায়-আসে না। আগে ওখানে যাই। গিয়ে দেখি পরিস্থিতিটা কী। তখনই বোঝা যাবে ব্যাপারটা।

সাকিব আল হাসানের অবর্তমানে জাতীয় দলের টেস্টের নেতৃত্ব পাওয়া মুমিনুল হক সৌরভ আরও বলেছেন, আমরা আমাদের শক্তি দিয়েই খেলার চেষ্টা করব।

দেশের টেস্ট স্পেশালিস্ট ব্যাটসম্যান মুমিনুল হক সৌরভ আরও বলেছেন, আমাদের যে ব্যাটিং ও বোলিং লাইনআপ, তা নিয়েই ভালো করা সম্ভব। জিম্বাবুয়ে সিরিজ থেকেই আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি। এই চেষ্টা সবার মধ্যেই আছে- আমাদের ভালো করতে হবে। অবশ্যই আমি এ সিরিজে ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী।

চলতি মাসের শেষ সপ্তাহে শ্রীলংকা রওনা হবে বাংলাদেশ দল। তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২৪ অক্টোবর। আসন্ন এই সফরকে সামনে রেখে চলতি সপ্তাহেই দল ঘোষণা করতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু আগামীকাল হয়তো প্রাথমিক দল জমা দেবেন বিসিবিতে। দু’এক দিনের মধ্যে তা ঘোষণা করা হতে পারে।

প্রথম দুটি টেস্টের ভেন্যু ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়াম। সিরিজের অবশিষ্ট টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে কলম্বোর এসএলসিতে। শ্রীলংকা ক্রিকেটের (এসএলসি) সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে দ্য আইল্যান্ড পত্রিকা।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল