১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২৪
ওসমানীনগর(সিলেট)প্রতিনিধি
সিলেটের ওসমানীনগরে এ্যাম্বুলেন্স-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মাহবুব হাসান পংকি(৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ সময় নিহতের ছেলে রাফি আহমদ (১৩) গুরুতর আহত হয়।
গতকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর ) রাত ৭টায় উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের কসেরতল নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।
নিহত পংকি উপজেলার সাদীপুর ইউনিয়নের চাতলপাড় গ্রামের রমজান আলী ওরপে রসগুল্লার ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৭টার দিকে মাহবুব হাসান পংকি ও তার ছেলে মোটরসাইকেল যোগে গোয়ালাবাজারের দিকে আসছিলেন। উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের কসেরতল এলাকায় পৌছামাত্র বিপরীত দিক থেকে হবিগঞ্জগামী একটি দ্রুতগতির এ্যাম্বুলেন্সের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলসহ আরোহীরা এ্যাম্বুলেন্সের নিচে ঢুকে পরে।
ঘটনার পর পর স্থানীয়রা গুরুতর আহত মোটরসাইকেল আরোহী পংকি ও তার ছেলে রাফিকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে মাহবুব হাসান পংকি মারা যান। নিহত পংকির ছেলে রাফির অবস্থাও আশংকাজনক বলে জানা গেছে।
শেরপুর হাইওয়ে থানার সেকেন্ড অফিসার এসআই হাদিউল ইসলাম হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D