ওসমানীনগরে গভীর রাতে চিনি গাড়ি ছিনতাইয়ের চেষ্টায় আটক ৬

প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২৪

ওসমানীনগরে গভীর রাতে চিনি গাড়ি ছিনতাইয়ের চেষ্টায় আটক ৬

ওসমানী নগর (সিলেট) প্রতিনিধি ::

ওসমানীনগরে ট্রাকভর্তি ভারতীয় অবৈধ চিনির গাড়ি ছিনতাইয়ের চেষ্টার খবর পাওয়া গেছে। এ ঘটনায় দুই ছিনতাইকারী ও ৪জন চোরাকারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চিনি ভর্তি ১টি বড় ট্রাক, ১টি নোহা গাড়ি, ১বক্সি গাড়ি ও দুইটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ। ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন, সিলেট মহানগর বিএনপির ২৫ নং ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক ও দক্ষিণ সুরমার বারখোলার ৪৫ রূপালি আবাসিক এলাকার মৃত ছানা মিয়ার ছেলে মো. সোলেমান হোসেন সুমন (৪২) এবং ২৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ভার্তখলার সোনালী ২২ আবাসিক এলাকার মৃত দিলু মিয়ার ছেলে মো. আবদুল মান্নান (৪৩)।

এছাড়া চিনি চোরাচালানে জড়িত গ্রেফতারকৃতরা হলেন, সিলেট শাহপরান থানার বটেশ্বরের মলাইটিলার মৃত করম আলীর ছেলে মনির আহমদ (৩২), জৈন্তাপুরের বাঘেরখালের মমতাজ আলীর ছেলে তোফায়েল আহমদ (২৬),  একই এলাকার জালাল উদ্দিনের ছেলে মো. শাহীন আহমদ (২৫) ও গোয়াইনঘাটের ফতেহপুর তৃতীয়খণ্ডের মঈন উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৪২)। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের সিলেট-ঢাকা মহাসড়কের সাদিপুর ব্রিজে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ভারতীয় অবৈধ চিনি চোরাচালানী মনির আহমদ, তোফায়েল আহমদ, মো. শাহীন আহমদ, নজরুল ইসলাম গোয়াইনঘাট এলাকা থেকে (ঢাকা মেট্টো-ট ২৪-৪৩৮৪) ট্রাক ভাড়া করে ২০৫ বস্তা চিনি হবিগঞ্জের মিরপুর এলাকার ব্যবসায়ীদের কাছে প্রেরণ করে একটি নোহা (বক্সি) নিয়ে পাহাড়া দিয়ে নিয়ে যাচ্ছিলেন। প্রতিমধ্যে সিলেটের চন্ডিপুল এলাকা থেকে একটি নোহা গাড়ি ও দুইটি মোটরসাইকেল নিয়ে ছিনতাই করার জন্য এই অবৈধ চিনির ট্রাকের পিছু নেন, সিলেট মহানগর রাজনৈতিক নেতা দক্ষিণ সুরমার বারখোলার ৪৫ রূপালি আবাসিক এলাকার মৃত ছানা মিয়ার ছেলে মো. সোলেমান হোসেন সুমন এবং ২৬ নং সাধারণ সম্পাদক ভার্থখলার সোনালী ২২ আবাসিক এলাকার মৃত দিলু মিয়ার ছেলে মো. আবদুল মান্নান। এক পর্যায়ে ওসমানীনগর উপজেলার সাদিপুর ব্রিজে ট্রাকের গতি রোধ করে ছিনতাইয়ের চেষ্টা করেন। এ নিয়ে চোরাকারবারী মনির আহমদ, তোফায়েল আহমদ, মো. শাহীন আহমদ, নজরুল ইসলামদের সাথে ছিনতাইকারীদের হট্টগোল ও হাতাহাতি শুরু হলে স্থানীয় এলাকার কয়েকশ লোক জড়ো হয়ে উভয় পক্ষকে আটক করে পুলিশে খবর দিলে ছিনতাকারী ও চোরাকারবারীদের ৫টি গাড়ি আটক করে জব্দ করে। জব্দকৃত গাড়িগুলো হলো, চিনি ভর্তি ঢাকা মেট্টো-ট ২৪-৪৩৮৪, নোহা গাড়ি ঢাকা মেট্টো-চ-১৫-১৫২০, নোহা (বক্সি) ঢাকা মেট্টো চ-৫১-৪৯৩৩, মোটরসাইকেল সিলেট মেট্টো-ল-১১-২৫৭৭, সিলেট মেট্টো-হ-১২-৯২৬২

এসময় আরো কয়েকজন ছিনতাইকারী ও চোরাচালানীদের ব্যবহৃত অন্যান্য গাড়ি নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এ ঘটনায় ওসমানীনগর থানায় পৃথক পৃথক দুইটি মামলা দায়েরর করা হয়েছে বলে জানিয়েছেন থানার ওসি।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল