ওসমানীনগরে জাতীয় যুব দিবস পালিত

প্রকাশিত: ১১:১৮ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২৪

ওসমানীনগরে জাতীয় যুব দিবস পালিত

ওসমানীনগর প্রতিনিধি:

দক্ষ যুব গড়বে দেশ বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে নিয়ে সারা দেশের ন্যায় ওসমানীনগর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে পালিত হয় জাতীয় যুব দিবস। শুক্রবার সকাল ১০টায় র ্যালী শেষে অনুষ্ঠিত আলোচনা সভা, ঋনের চেক বিতরণ, প্রশিক্ষণের সনদ ও ভাতা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: মনিরুল ইসলাম। তথ্য কর্মী শারমিন সুলতানা এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী ভূমি অফিসার শাহনাজ পারভীন।

বক্তব্য রাখেন নিরাপদের সভাপতি শাহাব উদ্দিন শাহীন, সহকারী যুব কর্মকর্তা আব্দুল আউয়াল, সমাজকর্মী শহিদুল ইসলাম, আবুল বাসার, যুব কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক রায়হান আহমদ, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন প্রমূখ।

শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রুমেল আহমদ।

উক্ত অনুষ্ঠানে উপজেলার মাদার বাজার যুব কল্যাণ পরিষদের রেজিষ্ট্রেশন সনদ প্রদান করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল