ওসমানীনগরে মোটরসাইকেল চুরি

প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৪

ওসমানীনগরে মোটরসাইকেল চুরি

ওসমানীনগর প্রতিনিধি,:

ওসমানীনগরের গোয়ালাবাজার থেকে একটি মোটরসাইকেল চুরি হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার রাত আনুমানিক ৯টার দিকে হাজি নছিব উল্লাহ মার্কেটে এলাকায় ঘটনাটি ঘটেছে। এ ঘটনার পর মোটরসাইকেলের মালিক মো. নুর নবী বাদী হয়ে অজ্ঞাতনামা চোর উল্লেখ করে ওসমানীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানা গেছে, গত ৪ নভেম্বর রাত ৮টার দিকে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড এর বিক্রয়কর্মী মো. নুর নবী গোয়ালাবাজারের হাজি নছিব উল্লাহ মার্কেটের আইডিয়াল ফার্মেসি ও মৌরী ফার্মেসির গলিতে মাহিন্দ্রা ১১০সিসি’র কালো রঙের মোটরসাইকেল (নং-ঢাকা মেট্রো হ-৫৬-১৭২৩) রেখে চিকিৎসকের সাথে সাক্ষাতে যান। এরপর রাত পৌণে ১০টার দিকে ফিরে তার মোটরসাইকেলটি যথাস্থানে আর পান নি।

মো. নুর নবী জানান, আমি রাত ৮টায় বাইকটি রেখে যাই। পৌনে ১০টার দিকে ফিরে আর বাইকটি পাইনি।

ওসমানীনগর থানার ওসি মোনায়েম মিয়া বলেন, বিষয়টি আমার জানা নেই।

ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফউজ্জামান পিপিএম বলেন, বিষয়টি আমার জানা নেই, খোঁজ নিয়ে দেখছি।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল